চাকরির পরীক্ষা

কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে বিভিন্ন পদে চাকরির জন্য কর্মী নিয়োগ – Recruitment at Kolkata Bose Institute in various posts

 আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। কলকাতার বসু বিজ্ঞান মন্দির এর তরফ থেকে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে ভারত সরকার অনুমোদিত এই দপ্তরে। ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Recruitment at Kolkata Bose Institute in various posts

• আবেদনের শেষ তারিখ:- ২৪ শে নভেম্বর,২০২১


(ক) পোস্টের নাম:- মাস্টার ট্রেইনার।

• শূন্যপদের সংখ্যা:- ৪ টি।

• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।

• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে ভোকেশনাল সার্টিফিকেট এবং রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

• বেতন:- এই পদের জন্য দৈনিক বেতন ৭১০ টাকা। মাসে ২৬ দিন কাজ করতে হবে।


(খ) পোস্টের নাম:- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট।

• শূন্যপদের সংখ্যা:- ২ টি।

• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।

• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন শাখায় স্নাতক পাশ হতে হবে। তার সঙ্গে রুরাল ডেভলপমেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২০,০০০ টাকা।


(গ) পোস্টের নাম:- অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট।

• শূন্যপদের সংখ্যা:- ১ টি।

• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।

• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো শাখায় B.Sc/B.Com পাশ হতে হবে। তার সঙ্গে একাউন্টেন্ট নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মাইক্রোসফট অফিসের কাজ জানা থাকতে হবে। 

• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৮,০০০ টাকা।


(ঘ) পোস্টের নাম:- প্রজেক্ট অ্যাসোসিয়েট।

• শূন্যপদের সংখ্যা:- ১ টি।

• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।

• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে জীব বিদ্যা নিয়ে স্নাতকোত্তর এবং তার সঙ্গে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্লান্ট মোলকুলার জীব বিদ্যা নিয়ে কাজের অভিজ্ঞতা এবং ইংরেজিতে লিখতে ও বলতে জানতে হবে। 

• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩৫,০০০ টাকা।


• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনের মাধ্যমে আবেদন করার পর যে সব প্রার্থীদের নাম নির্বাচিত হবে তাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি “The Resister (Officiating), Bose Institute, Block: EN-80, Sector v, Bidhannagar, Kolkata- 7000091” ঠিকানায় পাঠাতে হবে।


• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- The Resister (Officiating), Bose Institute, Block: EN-80, Sector v, Bidhannagar, Kolkata- 7000091


 অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন- ডাউনলোড

Online Form- Link


cheap website developers

ব্লগিং (নিউজ) ওয়েবসাইট কিরকম হয় জানতে ভিজিট করুন আমাদের 
phoenixbangla.in ওয়েবসাইটটি। সাধারন একটি নর্মাল ওয়েবসাইট তৈরি করতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা নেয় একজন ডেভলপার। আমাদের উদ্দেশ্য কিছু বেকার যুবক-যুবতীকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া।


• সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।


Download WB Job News Android App


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button