শ্রম দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন । Recruitment at labour department at madhyamik pass
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। শ্রম দপ্তরের তরফ থেকে কর্মচারী রাজ্য বীমা নিগমের আঞ্চলিক কার্যালয়ে বিভিন্ন গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
শ্রম দপ্তরে কর্মী নিয়োগ – Labour department Recruitment 2022
• আবেদনের শেষ তারিখ:- ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২
(ক) পোস্টের নাম:- মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
• শূন্যপদের সংখ্যা:- ২০৩ টি(UR-৮২, SC- ৪৯, ST- ৯, OBC- ৪৩, EWS-২০)।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৫ এর মধ্যে। বয়স হিসাব করা হবে ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৮,০০০-৫৬,৯০০ টাকা।
আরও পড়ুন –
1- পৌরসভায় কর্মী নিয়োগ। সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে পার্থী নিয়োগ।
2. কলকাতার সায়েন্স সিটিতে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন
3. দুয়ারে সরকার ক্যাম্পে বেকার ছেলেমেয়েদের জন্য চাকরির নতুন প্রকল্প আমার কর্মদিশা
(খ) পোস্টের নাম:- আপার ডিভিশন ক্লার্ক (UDC)
• শূন্যপদের সংখ্যা:- ১১৩ টি(UR-৫৭,SC-২৫,ST-৫,OBC-১৫,EWS-১১)।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৭ এর মধ্যে। বয়স হিসাব করা হবে ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০-৮১,০০০ টাকা।
(গ) পোস্টের নাম:- স্টেনো।
• শূন্যপদের সংখ্যা:- ৪ টি(UR-২,SC-১,ST-১)।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৭ এর মধ্যে। বয়স হিসাব করা হবে ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং তার সঙ্গে প্রতি মিনিটে ৮০ টি শব্দ টাইপিং এর স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০-৮১,০০০ টাকা।
আরও পড়ুন –
1- উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পাট কর্পোরেশনে গ্রুপ-সি কর্মী নিয়োগ
2. রাজ্যের খাদ্য ও পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ
3. শুরু হতে চলেছে জাগো প্রকল্প, এবার সকল মহিলা পাবে ৫০০০ টাকা
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.esic.nic.in– এ গিয়ে আবেদন করতে হবে।
• আবেদন ফি:- UR/EWS/OBC দের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা। SC/ST/PWD/ Ex serviceman/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৫০ টাকা।
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link