চাকরির পরীক্ষা

MGNREGA প্রকল্পে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশ থাকলেই এখানে আবেদন করা যাবে।

আপনি কি চাকরি খুঁজছেন? আপনি কি মাধ্যমিক পাশ? তবে এই চাকরিটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের ব্লক ডেভলপমেন্ট অফিসে শুধু মাত্র মাধ্যমিক পাশে MGNREGA প্রকল্পে আবেদন করা যাবে। কিকরে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? সমস্ত নীচে আলোচনা করা হলো।

আবেদনের শেষ তারিখঃ- MGNREGA প্রকল্পে আবেদনের শেষ তারিখ চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত।

আবেদন পদ্ধতিঃ- MGNREGA প্রকল্পের জন্য আবেদন করতে হবে অফলাইনে। নির্দিষ্ট আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট সময়কালের মধ্যে নোটিফিকেশনে উল্লেখিত ঠিকানার ডপবক্সে ফেলে দিয়ে আসতে পারেন। অথবা আপনি কুরিয়ারও করতে পারেন নির্দিষ্ট ঠিকানায়।

আবেদন ফর্মঃ- আবেদন ফর্মটি পেয়ে যাবেন নীচে থাকা অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে। আবেদন পত্রটি ডাউনলোড করতে হলে নোটিফিকেশনটি ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে।

পদের নামঃ- Village Level Entrepreneur অর্থাৎ VLE পদে প্রার্থী নিয়োগ করা হবে।
শূন্যপদঃ- এই পদের মোট শূন্যপদ ১ টি।
বয়সসীমাঃ- এই পদে আবেদন করবার জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। বয়স গননা করা হবে পয়লা জানুয়ারি ২০২২ অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতনঃ- এই পদের বেতন প্রতি মাসের ১০ হাজার ৩০০ টাকা।
যোগ্যতাঃ- এই চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে কোনো কম্পিউটার সেন্টার থেকে ৬ মাসের কম্পিউটার করা সার্টিফিকেট থাকতে হবে।

নির্বাচন পদ্ধতিঃ- ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

শর্তঃ- এই চাকরির দুটি শর্ত রয়েছে।
প্রথম, এই চাকরিতে আবেদন করতে হলে আপনাকে বামন গোলা ডেভলপমেন্ট ব্লকের সদস্য হতে হবে।
দ্বিতীয়, এক বছরের চুক্তি অনুযায়ী এি পার্থী নির্বাচন করা হবে। একবছর পাড় হবার পর কাজের সময়সীমা বাড়ানো হতে পারে।

নিয়োগ স্থানঃ- এই পদে নিয়োগ করা হবে, জাগদালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনগোলা ডেভলপমেন্ট ব্লকে।

অফিশিয়াল নোটিফিকেশন:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button