চাকরির পরীক্ষা

মিড-ডে-মিল প্রোগ্রামে কর্মী নিয়োগ । বেতন ১১,০০০ টাকা।

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ব্লক ডেভেলপমেন্ট অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেকোনো ভারতীয় এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ২০ শে জানুয়ারি,২০২২।

(ক) পোস্টের নাম:- অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট।
• শূন্যপদ:- ১ টি।
• বয়স:- এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। কেবল অবসরপ্রাপ্ত কর্মীরা এই পদে আবেদন করতে পারবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১১,০০০ টাকা।

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট www.mursidavad.gov.in – এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে ড্রপবক্সে জমা দিতে হবে। মুখবন্ধ খামের উপর লিখতে হবে ‘APPLICATION for THE POST OF ASSISTANT ACCOUNTANT, CMDMP

• আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে:-
(১) বয়সের প্রমাণপত্র।
(২) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
(৩) সরকারি চাকরি থেকে অবসরের প্রমাণপত্র।
(৪) শেষ বেতনের পে স্লিপ।
(৫) পেনশনের প্রমাণপত্র।
(৬) শেষ PPO (Pension Payment Order)।
(৭) ব্যাংকের পাসবই এর জেরক্স।

• নিয়োগের স্থান:- মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ব্লক ডেভেলপমেন্ট অফিস।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

• আরও চাকরির খবর পড়ুন:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button