রাজ্যে এমটিএস ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ । Recruitment at MTS and Data Entry Operator posts
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। IWAI-এর তরফ থেকে রাজ্যে মাধ্যমিক পাশ যোগ্যতার এমটিএস ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শুরুর তারিখ:- আবেদন শুরু হয়ে গিয়েছে ১৯ ই জানুয়ারি,২০২২
• আবেদন শেষের তারিখ:- আবেদন শেষের তারিখ ১০ ই ফেব্রুয়ারি,২০২২
(ক) পোস্টের নাম:- মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৮,০০০ টাকা।
(খ) পোস্টের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। তার সঙ্গে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২০,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্য একটি বায়ো ডাটা বানিয়ে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
• আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র গুলি হল:-
(১) আধার কার্ডের জেরক্স।
(২) ভোটার কার্ডের জেরক্স।
(৩) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
(৪) কাস্ট সার্টিফিকেট।
(৫) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- To The Director,IWAI,PIU Kolkata, P- 78, Garden Reach Road, Kolkata-700043
• নিয়োগ পদ্ধতি:- কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
• নিয়োগের স্থান:- পশ্চিমবঙ্গের কলকাতা, মুর্শিদাবাদ জেলার ফারাক্কা, সাহেবগঞ্জ ইত্যাদি এলাকায় নিয়োগ করা হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আমরা আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।