চাকরির পরীক্ষা

মাধ্যমিক পাশ যোগ্যতায় ইনকাম ট্যাক্স দপ্তরে মাল্টিটাস্কিং স্টাফ (MTS) সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ । Recruitment at MTS post at Income Tax Department

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই পোষ্টটি আপনার জন্য। ইনকাম ট্যাক্স দপ্তরে শুধু মাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনি মাল্টিটাস্কিং স্টাফ (MTS) সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে। কোন কোন পদে আবেদন করা যাবে? যোগ্যতা কি? শূন্যপদই বা কি সমস্ত কিছু নিয়ে নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

আবেদন করবার শেষ তারিখ:- ১৮ই এপ্লিল ২০২২ পর্যন্ত

পদের নাম- MTS
শূন্যপদ:- এই পদে মোট শূন্যপদের সংখ্যা ১৮ টি
শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করবার জন্য আপনাকে শুধু মাধ্যমিক পাশ হতে হবে
বয়স:- এই পদে আবেদন করবার জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
বেতন:- এই পদের বেতন ৫ হাজার ২০০ টাকা থেকে ২০ হাজার ২০০ টাকা পর্যন্ত।

পদের নাম:- ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ:- এই পদে মোট শূন্যপদের সংখ্যা ৫ টি
শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করবার জন্য আপনার বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ের ওপর ডিগ্রি থাকতে হবে।
বয়স:- এই পদে আবেদন করবার জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
বেতন:- এই পদের বেতন ৫ হাজার ২০০ টাকা থেকে ২০ হাজার ২০০ টাকা পর্যন্ত।

পদের নাম:- ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর
শূন্যপদ:- এই পদে মোট শূন্যপদের সংখ্যা ১ টি
শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করবার জন্য আপনার বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ের ওপর ডিগ্রি থাকতে হবে।
বয়স:- এই পদে আবেদন করবার জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন:- এই পদের বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে ৩৪ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

ওপরের সমস্ত পদেই সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে আবেদন পত্র দেওয়া রয়েছে সেটিকে প্রিন্ট আউট করে এবং সঠিক ভাবে পূরন করে তার সঙ্গে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস যুক্ত করে নীচে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:- Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel and Establishment), 1st floor, room no. 14, Aayakar Bhawan, P- 7, Chowringhee Square, Kolkata- 700069

আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস যুক্ত করতে হবে:-
ক) অ্যাটেস্টেড করা ফটোকপি
খ) পরিচয় পত্র
গ) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

অফিসিয়াল নোটিফিকেশন:- Link

সমস্ত চাকরির খবর সবার আগে পেতে আজই আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button