মাল্টিটাস্কিং স্টাফ পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে । Recruitment at MTS posts 2022
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্যে। কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে ২২ শে মার্চ,২০২২
• আবেদনের শেষ তারিখ:- ৩০ শে এপ্রিল, ২০২২
• পোস্টের নাম:- মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
• শূন্যপদ:- মোট শূন্যপদ প্রায় ৮০০০-৯০০০ টি।
• বয়স:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৮,০০০-২৪,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। দান করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ এ গিয়ে আবেদন করতে হবে।
• আবেদন ফি:- জেনারেল/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। SC/ST/PWD/Ex-serviceman/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি লাগবে না।
• নিয়োগ পদ্ধতি:- কম্পিউটার বেসড টেস্ট (CBT) (Tier-I), ডেস্ক্রিপটিভ পেপার (Tier-II) ও ডকুমেন্টস ভেরিফিকেশন এই তিনটি ধাপে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
অফিসিয়াল নোটিফিকেশন সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।