পোস্ট অফিসে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ । Recruitment at post office at madhyamik pass
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ১৫ ই মার্চ, ২০২২
(ক) পোস্টের নাম:- স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ২৯ টি (UR- ১৫, SC-৩, OBC- ৮, EWS- ৩) ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বয়স হিসেব করতে হবে ১৫ ই মার্চ, ২০২২ এর পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে হালকা ও ভারী মোটর যান চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া হালকা ও ভারী মোটর যান চালানোর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হোম গার্ড অথবা সিভিক ভলেন্টিয়ার হিসেবে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৯,৯০০-৬৩,২০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। অফিশিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংযুক্ত করে আবেদনপত্রটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট করতে হবে।
• আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিপত্র লাগবে সেগুলি হলো-
(১) বয়সের প্রমাণপত্র,
(২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
(৩) কাস্ট সার্টিফিকেট,
(৪) ড্রাইভিং লাইসেন্স,
(৫) ড্রাইভিং এর অভিজ্ঞতার সার্টিফিকেট,
(৬) টেকনিক্যাল কোয়ালিফিকেশন,
(৭) সেল্ফ অ্যাটেস্টেড করা পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- The Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area phase- I , Naraina, New Delhi- 110028
• নিয়োগ পদ্ধতি:- শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও গাড়ি চালানোর দক্ষতার উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।