চাকরির পরীক্ষা

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ:- ১০ ই জানুয়ারি

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• নিয়োগকারী সংস্থা:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক(PNB)


• আবেদনের শেষ তারিখ:- ১০ ই জানুয়ারি, ২০২২।

(ক) পোস্টের নাম:- চিফ টেকনিক্যাল অফিসার (CTO)
• শূন্যপদ:- ১ টি।

(খ) পোস্টের নাম:- চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (CISO)
• শূন্যপদ:- ১ টি।

(গ) পোস্টের নাম:- চিফ ডিজিটাল অফিসার (CDO)
• শূন্যপদ:- ১ টি।

(ঘ) পোস্টের নাম:- প্রধান ঝুঁকি কর্মকর্তা (CRO)
• শূন্যপদ:- ১ টি।

(ঙ) পোস্টের নাম:- চিফ কমপ্লায়েন্স অফিসার (CCO)
• শূন্যপদ:- ১ টি।

(চ) পোস্টের নাম:- প্রধান আর্থিক কর্মকর্তা (CFO)
• শূন্যপদ:- ১ টি।

• বয়স:- উপরের পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ৪৫ এর মধ্যে।

• যোগ্যতা:- বিভিন্ন পদগুলির জন্যে যোগ্যতা বিভিন্ন হতে হবে। নূন্যতম যোগ্যতা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

• আবেদন পদ্ধতি:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in – এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

• আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র:-
(১) ডেট অফ বার্থের প্রমাণপত্র।
(২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
(৩) অভিজ্ঞতার সার্টিফিকেট।
(৪) CV

• আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:- GENERAL MANAGER-HRMD PUNJAB NATIONAL BANK
HUMAN RESOURCE DIVISION
1ST FLOOR, WEST WING, CORPORATE OFFICE
SECTOR 10, DWARKA
NEW DELHI-110075

• নির্বাচন পদ্ধতি:- আবেদন করার পরে এখানে যোগ্য প্রার্থীদের সর্ট লিস্টেড করা হবে এবং পরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button