পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শুরুর তারিখ:- আবেদন শুরু হয়ে গিয়েছে ৪ ই জানুয়ারি,২০২২
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ১৮ ই জানুয়ারি,২০২২।
(ক) পোস্টের নাম:- অ্যাকাউন্টেন্ট।
• শূন্যপদ:- ৩ টি(UR- ১, SC- ১, ST-১)
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের এর মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে কমার্সে অনার্স নিয়ে স্নাতক পাশ করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারে এবং MS Office-এ দক্ষতা থাকতে হবে। এছাড়াও সরকারি বা বেসরকারি যে কোন সংস্থাতে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৬,০০০ টাকা।
(খ) পোস্টের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
• শূন্যপদ:- ১৬ টি।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের এর মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে কমার্সে যেকোনো শাখায় স্নাতক পাশ করতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারে এবং MS Office-এ দক্ষতা থাকতে হবে। এছাড়াও সরকারি বা বেসরকারি যে কোন সংস্থাতে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১১,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। উত্তর ২৪ পরগনা জেলার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর স্বাক্ষর ও ফটো আপলোড করতে হবে।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link