চাকরির পরীক্ষা

কলকাতার সায়েন্স সিটিতে কর্মী নিয়োগ । Kolkata Science City Recruitment

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। কলকাতা সায়েন্স সিটির তরফ থেকে বিভিন্ন টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে – Kolkata Science City Recruitment। এই নিয়োগটি করা হবে কলকাতার সায়েন্স সিটিতে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। (Science City-তে কর্মী নিয়োগ)

• বিজ্ঞপ্তি নম্বর:- 01/2021
• বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- ১১ ই ডিসেম্বর,২০২১
• আবেদনের শেষ তারিখ:- ১০ ই জানুয়ারি, ২০২২

(ক) পোস্টের নাম:- Technician-A; ট্রেড:- Computer Hardware & Networking.
• পোস্টের কোড:- T/01
• শূন্যপদের সংখ্যা:- ১ টি(UR)।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩৫ এর মধ্যে। বয়স হিসাব করা হবে ১০ ই জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ হতে হবে। এছাড়াও কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই শিক্ষাগত যোগ্যতাটি ১০ ই জানুয়ারি,২০২২ এর মধ্যে সম্পূর্ণ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৯,৯০০-৬৩,২০০ টাকা।

(খ) পোস্টের নাম:- Technician-A; ট্রেড:- Turner
• পোস্টের কোড:- T/02
• শূন্যপদের সংখ্যা:- ১ টি(UR)।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩৫ এর মধ্যে। বয়স হিসাব করা হবে ১০ ই জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে এই পদের জন্য প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ হতে হবে। এছাড়াও কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই শিক্ষাগত যোগ্যতাটি ১০ ই জানুয়ারি,২০২২ এর মধ্যে সম্পূর্ণ হতে হবে।
বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৯,৯০০-৬৩,২০০ টাকা।

আরও পড়ুন –

1- উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পাট কর্পোরেশনে গ্রুপ-সি কর্মী নিয়োগ

2. রাজ্যের খাদ্য ও পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ

3. শুরু হতে চলেছে জাগো প্রকল্প, এবার সকল মহিলা পাবে ৫০০০ টাকা

(গ) পোস্টের নাম:- Technician-A; ট্রেড:- Fitter
• পোস্টের কোড:- T/03
• শূন্যপদের সংখ্যা:- ১ টি(SC)।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩৫ এর মধ্যে। বয়স হিসাব করা হবে ১০ ই জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী পাশ হতে হবে। তার সঙ্গে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এছাড়াও কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই শিক্ষাগত যোগ্যতাটি ১০ ই জানুয়ারি,২০২২ এর মধ্যে সম্পূর্ণ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৯,৯০০-৬৩,২০০ টাকা।

• আবেদন পদ্ধতি:- সাইনসিটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে সেটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে একটি এনভেলাপে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ইনভেলাপের ওপর কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটি উল্লেখ করতে হবে এইভাবে ‘Application for the post of ” Technician-A (Name of the Trade) at Science City, Kolkata

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- DIRECTOR, SCIENCE CITY, J.B.S HALDANE AVENUE, KOLKATA- 700046

• আবেদন ফি:- UR/EWS/OBC দের ক্ষেত্রে আবেদন ফি ২০০ টাকা। SC/ST/PWD/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি লাগবে না।

আরও পড়ুনঃ  দুয়ারে সরকার ক্যাম্পে বেকার ছেলেমেয়েদের জন্য চাকরির নতুন প্রকল্প আমার কর্মদিশা

• যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলি হল:-
(১) জন্মের প্রমানপত্রের সেল্ফ অ্যাটেস্টেড কপি।
(২) মাধ্যমিক পাশের সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড কপি।
(৩) ITI পাশের সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড কপি ।
(৪) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড কপি।
(৫) কাস্ট সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড কপি।
(৬) আবেদন ফি দেওয়ার পেমেন্ট রিসিপ্ট।
(৭) সাম্প্রতিককালের তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটোকপি।

• অফিশিয়াল নোটিফিকেশন:- Link

• অফিশিয়াল ওয়েবসাইট- Click

• আরো চাকরির খবর পড়ুন- Link

* চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button