চাকরির পরীক্ষা

উচ্চমাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর ও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ । Recruitment at SSC 2022

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। SSC-এর তরফ থেকে উচ্চমাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর ও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেকোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• আবেদন শুরুর তারিখ:- আবেদন শুরু হয়ে গিয়েছে ১ লা ফেব্রুয়ারি,২০২২
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ৭ ই মার্চ,২০২২

• যেসব পদে কর্মী নিয়োগ করা হবে:-

(ক) পোস্টের নাম:- লোয়ার ডিভিশন ক্লার্ক
(খ) পোস্টের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
(গ) পোস্টের নাম:- পোস্টাল অ্যাসিস্ট্যান্ট

• শূন্যপদ:- সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদ প্রায় ১০ হাজার- ১২ হাজার ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
• বেতন:- এইসব পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা।

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। সরাসরি অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ গিয়ে আবেদন করতে হবে।

• আবেদন ফি:- জেনারেল/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা। SC/ST/মহিলা প্রার্থীদের কোনোরকম আবেদন ফি লাগবে না।

• নিয়োগ পদ্ধতি:- কম্পিউটার বেসড টেস্ট, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button