কেন্দ্রীয় সরকারের ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে GD পদে ২৪৯ টি শূন্যপদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। কেন্দ্রীয় সরকারের ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে GD পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা-পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। Recruitment at the post GD head constable at CISF
• আবেদনের শেষ তারিখ:- ৩১ শে মার্চ,২০২২
(ক) পোস্টের নাম:- CISF GD (হেড কনস্টেবল)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ২৪৯ টি ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা আগস্ট, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে। কার সঙ্গে রাজ্য/জাতীয়/ আন্তর্জাতিক স্তরে গেমস, স্পোর্ট এবং অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। অফিশিয়াল নোটিফিকেশন এর সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটিকে সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। স্পোর্টস এর বিভিন্ন ভাগ অনুযায়ী আবেদনপত্র পাঠানোর ঠিকানা বিভিন্ন হবে। কাকে কোন ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে তা অফিশিয়াল নোটিফিকেশন এ বলা রয়েছে।
• আবেদন ফি:- জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। SC/ST/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগবে না।
• নিয়োগ প্রক্রিয়া:- বিভিন্ন ধাপ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। ধাপগুলি হল~
(১) ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST)।
(২) ডকুমেন্টেশন (Documentation)।
(৩) ট্রায়াল টেস্ট (Trial Test)।
(৪) প্রফিশিয়েন্সি টেস্ট (Proficiency Test)।
(৫) ড্রয়াল অফ ফাইনাল সিলেকশন লিস্ট (Drawal of Final Selection List)।
(৬) মেডিক্যাল এক্সামিনেশন (Medical Examination)।
• এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিজিট করতে হবে https://cisfrectt.in অফিশিয়াল ওয়েবসাইটটি।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।