মাধ্যমিক পাশে রাজ্যের সরকারি হাসপাতাল ক্লার্ক ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ । Recruitment at the post of Clerk and Group-D at district hospital of West Bengal
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই খবরটি আপনার জন্য। রাজ্য সরকারি হাসপাতালে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগ করা হবে আলিপুর কমান্ড হসপিটালের AMC বিভাগে । যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
(ক) পোস্টের নাম:- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৩ টি (UR- ২, SC- ১)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
(খ) পোস্টের নাম:- সাফাইওয়ালা (Safaiwali)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৩৫ টি (UR- ১৩, SC- ৬, ST- ২ , OBC- ৯, EWS- ৫)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
• অন্যান্য যোগ্যতা:- এই পদের জন্য কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
(গ) পোস্টের নাম:- বারবার (Barber)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৯ টি (UR- ৪, SC- ৫)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) পোস্টের নাম:- চৌকিদার (Chowkidar)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ১২ টি (UR- ৩, OBC- ৬, SC- ১, ST- ২)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
• আরও পড়ুন:- Amar Dhan Amar Chatal Prakalpa: Objective Eligible & Application
(ঙ) পোস্টের নাম:- কুক (Cook)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৩ টি (UR- ৩)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে ভারতীয় রান্নায় দক্ষতা থাকতে হবে।
(চ) পোস্টের নাম:- হেল্থ ইনস্পেক্টর (Health Inspector)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ১৮ টি (UR- ১৮)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
(ছ) পোস্টের নাম:- ওয়ার্ড সহায়িকা (Ward Sahayika)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৫৩ টি (UR- ২২, EWS- ৯, OBC- ৯, SC- ৭, ST- ৬)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সরকারি প্রতিষ্ঠানে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
• অন্যান্য যোগ্যতা:- এই পদের জন্য কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
(জ) পোস্টের নাম:- ওয়াশারম্যান (Washerman)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৫৩ টি (UR- ২২, EWS- ৯, OBC- ৯, SC- ৭, ST- ৬)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে সরকারি প্রতিষ্ঠানে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
• আবেদন ফি:- আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা।
• আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে সেগুলি হলো:-
(১) বয়সের প্রমাণপত্র।
(২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(৩) কাস্ট সার্টিফিকেট।
(৪) রেসিডেন্সিয়াল প্রুফ।
(৫) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ফটোকপি।
(৬) Ex-serviceman দের ক্ষেত্রে PPO ও ডিসচার্জ বুক।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- The Commandant, Command Hospital (EC), Alipore, Kolkata- 700027
• নিয়োগের স্থান:- এই নিয়োগ করা হবে আলিপুর কমান্ড হসপিটালের AMC বিভাগে।
• নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, ট্রেড টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।