উৎকর্ষ বাংলায় কর্মী নিয়োগ । Recruitment at Utkarsh Bangla
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্য উৎকর্ষ বাংলা-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
(ক) পোস্টের নাম:- প্রজেক্ট ইঞ্জিনিয়ার/সফটওয়্যার ডেভেলপার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে MCA/M.SC in IT/ Computer Science/BE in IT/Computer Science/B.Tech in IT/Computer Science যোগ্যতাসম্পন্ন হতে হবে।
এছাড়াও ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য egov.wbtetsd@gmail.com এই ইমেইল আইডিতে একটি CV পাঠাতে হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।