কলকাতা পৌরসভায় বিপুল শূন্যপদে মজদুর পদে কর্মী নিয়োগ । Recruitment at various post at Kolkata Municipality Corporation
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কলকাতা পৌরসভায় বিপুল শূন্যপদে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শুরুর তারিখ:- ২৮ শে মার্চ, ২০২২
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ২৪ শে এপ্রিল,২০২২
(ক) পোস্টের নাম:- মজদুর
• শূন্যপদের সংখ্যা:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১০৪ টি ।
• বয়স:- এই পদগুলির জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদগুলির জন্য প্রার্থীকে বাংলা, হিন্দি, ইংরেজী ভাষায় পড়া ও লেখায় দক্ষ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৮,০০০-৫৬,৯০০ টাকা
(খ) পোস্টের নাম:- পরিবেশ বন্ধু
• শূন্যপদের সংখ্যা:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৩ টি ।
• বয়স:- এই পদগুলির জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদগুলির জন্য প্রার্থীকে আউটডোর ডিউটিতে দক্ষ হতে হবে। এছাড়াও শারীরিক ভাবে যথেষ্ট সক্ষম হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৮,০০০-৫৬,৯০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট mscwb.org এ গিয়ে আবেদন করতে হবে।
• আবেদন ফি:- জেনারেল/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ২০০ টাকা। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা।
• নিয়োগ পদ্ধতি:- লেখার ও পড়ার দক্ষতা যাচাই করা অর্থাৎ Read & Write Ability Test এবং Field Test এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।