চাকরির পরীক্ষা

কল্যাণীর এইমসে মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ । Recruitment at various posts at AIIMS of Kalyani

আপনি কি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। কল্যাণীর এইমসে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• আবেদনের শেষ তারিখ:- ১২ ই মে, ২০২২

(ক) পোস্টের নাম:- রিসার্চ সাইন্টিস্ট- মেডিক্যাল (Research Scientist – Medical)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি।
• বয়স:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৬৪,০০০ টাকা।

(খ) পোস্টের নাম:- রিসার্চ সাইন্টিস্ট- নন-মেডিক্যাল (Research Scientist – Non- Medical)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি।
• বয়স:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৬৪,০০০ টাকা।

আরও পড়ুন:- Cancellation of 16 Lakh Ration Card from Bengal: More Updates

(গ) পোস্টের নাম:- রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি।
• বয়স:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩৫,০০০ টাকা।

(ঘ) পোস্টের নাম:- ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২ টি।
• বয়স:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৪,০০০ টাকা।

আরও পড়ুন:- Raiganj University Job Vacancies: Professors, Associate Professors, Assistant Professor

(ঙ) পোস্টের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি।
• বয়স:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটারে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২০,০০০ টাকা।

(চ) পোস্টের নাম:- মাল্টিটাস্কিং স্টাফ (Multi Tasking Staff)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি।
• বয়স:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও কোনো ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা, বায়োকেমিক্যাল অপচয় হ্যান্ডেল করার অভিজ্ঞতা, ইনফেকশন কন্ট্রোল করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৮,০০০ টাকা।

আরও পড়ুন:- Post Office Recruitment 2022 Apply Online

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। আবেদনের জন্যে অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

• আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি:- vrdlaiimskalyani@gmail.com

• আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে সেগুলি হলো:-

(১) আবেদনকারীর CV
(২) একটি সেল্ফ ডিক্লিয়ারেশন ফর্ম।
(৩) বার্থ সার্টিফিকেট।
(৪) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(৫) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
(৬) কাস্ট সার্টিফিকেট।

আরও পড়ুন:- Old Age, Widow & Disability Pension Scheme: New List of Eligible Candidates

• নিয়োগ পদ্ধতি:- ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

• ইন্টারভিউ এর তারিখ ও স্থান:- ইন্টারভিউ এর তারিখ ১৯ শে মে, ২০২২; ইন্টারভিউটি হবে কল্যাণীর এইমসে।

° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।

সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button