রাজ্যের সমবায় ব্যাঙ্কে ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ । Co operative bank recruitment 2022
আপনি যদি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে খুশির খবর। পশ্চিবঙ্গের সমবায় ব্যাঙ্ক গুলিতে ক্লার্ক, সুপারভাইজার, ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, বেতন সমস্ত কিছু নীচে আলোচনা করা হলো।
★ আবেদনের শেষ তারিখ ২১ শে জানুয়ারি ২০২২ পর্যন্ত।
(ক) পদের নামঃ- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদঃ- এই পদে মোট শূন্যপদ ১১ টি।
যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য আপনার যোগ্যতা লাগবে ৫০% নাম্বার সহ বি.কম অর্নাস পাশ ও বেসিক কম্পিউটার ধারণা।
বেতনঃ- এই পদে বেতন দেওয়া হবে ২৬ হাজার ৬০৫ টাকা।
বয়সঃ- এই পদে আবেদন করবার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
নিয়োগ স্থানঃ- এই পদে নিয়োগ করা হবে কলকাতা পুলিশ কোপারেটিভ ব্যাংক লিমিটেড।
চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
(খ) পদের নামঃ- অ্যাসিস্ট্যান্ট গ্রেড- ৩
শূন্যপদঃ- এই পদে মোট শূন্যপদ ৬ টি
যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য আপনার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাশ।
বেতনঃ- এই পদে বেতন দেওয়া হবে ২৯ হাজার ৫৪৪ টাকা।
বয়সঃ- এই পদে আবেদন করবার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
নিয়োগ স্থানঃ- এই পদে নিয়োগ করা হবে দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।
চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পাট কর্পোরেশনে গ্রুপ-সি কর্মী নিয়োগ
(গ) পদের নামঃ- ফিল্ড সুপারভাইজার/ অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড- ৩)
শূন্যপদঃ- এই পদে মোট শূন্যপদ ২ টি ।
যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য আপনার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাশ ও বেসিক কম্পিউটার ধারণা।
বেতনঃ- এই পদে বেতন দেওয়া হবে ২৬ হাজার ৯১৭ টাকা।
বয়সঃ- এই পদে আবেদন করবার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
নিয়োগ স্থানঃ- এই পদে নিয়োগ করা হবে বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।
(ঘ) পদের নামঃ- অফিস অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদঃ- এই পদে মোট শূন্যপদ ৩ টি।
যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য আপনার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাশ ও বেসিক কম্পিউটার ধারণা।
বেতনঃ- এই পদে বেতন দেওয়া হবে ২৬ হাজার ৬০৫ টাকা।
বয়সঃ- এই পদে আবেদন করবার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
নিয়োগ স্থানঃ- এই পদে নিয়োগ করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
চাকরির খবরঃ রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ
(ঙ) পদের নামঃ- মার্কেটিং প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদঃ- এই পদে মোট শূন্যপদ ২ টি।
যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য আপনার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাশ ও বেসিক কম্পিউটার ধারণা।
বেতনঃ- এই পদে বেতন দেওয়া হবে ২৬ হাজার ৬০৫ টাকা।
বয়সঃ- এই পদে আবেদন করবার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
নিয়োগ স্থানঃ- এই পদে নিয়োগ করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
(চ) পদের নামঃ- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদঃ- এই পদে মোট শূন্যপদ ২ টি।
যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য আপনার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাশ ও বেসিক কম্পিউটার ধারণা।
বেতনঃ- এই পদে বেতন দেওয়া হবে ২৬ হাজার ৬০৫ টাকা।
বয়সঃ- এই পদে আবেদন করবার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
নিয়োগ স্থানঃ- এই পদে নিয়োগ করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
(ছ) পদের নামঃ- কম্পিউটার/ ক্যাশ ক্লার্ক।
শূন্যপদঃ- এই পদে মোট শূন্যপদ ২ টি
যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য আপনার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাশ ও বেসিক কম্পিউটার ধারণা।
বেতনঃ- এই পদে বেতন দেওয়া হবে ২৫ হাজার ৭৬০ টাকা।
বয়সঃ- এই পদে আবেদন করবার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
নিয়োগ স্থানঃ- এই পদে নিয়োগ করা হবে নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড।
চাকরির খবরঃ রাজ্যের বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ
(জ) পদের নামঃ- গ্রেড- ৩
শূন্যপদঃ- এই পদে মোট শূন্যপদ ৩ টি।
যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য আপনার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাশ ও বেসিক কম্পিউটার ধারণা।
বেতনঃ- এই পদে বেতন দেওয়া হবে ২৫ হাজার ৭২৯ টাকা।
বয়সঃ- এই পদে আবেদন করবার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
নিয়োগ স্থানঃ- এই পদে নিয়োগ করা হবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।
(ঝ) পদের নামঃ- সুপারভাইজার।
শূন্যপদঃ- এই পদে মোট শূন্যপদ ৩ টি।
যোগ্যতাঃ- এই পদে আবেদন করবার জন্য আপনার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাশ ও বেসিক কম্পিউটার ধারণা এবং তারসঙ্গে দু চাকা গাড়ি চালাতে জানতে লাগবে।
বেতনঃ- এই পদে বেতন দেওয়া হবে ১৬ হাজার ৪০০ টাকা।
বয়সঃ- এই পদে আবেদন করবার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
নিয়োগ স্থানঃ- এই পদে নিয়োগ করা হবে আরামবাগ কো-অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।
★ আবেদন পদ্ধতিঃ- আবেদন করতে হবে অনলাইনে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট http://www.webcsc.org/ গিয়ে সরাসরি আবেদন করা যাবে।
★ আবেদন ফিঃ- জেনারেল এবং OBC দের ৬৫০ টাকা আবেদন ফিস দিতে হবে। এবং ST ও SC দের আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে।
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link