মাধ্যমিক পাশ যোগ্যতায় বনদপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ । Recruitment at various posts at forest department
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। বনদপ্তরের তরফ থেকে ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ, ফরেস্ট গার্ড, টেকনিশিয়ান সহ আরও অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ৫ ই মার্চ,২০২২
(ক) পোস্টের নাম:- মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১৬ টি ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের ঊর্ধ্বে। বয়স হিসেব করা হবে ৫ ই মার্চ,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
(খ) পোস্টের নাম:- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৯ টি ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের ঊর্ধ্বে। বয়স হিসেব করা হবে ৫ ই মার্চ,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে টাইপরাইটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ টি এবং হিন্দিতে প্রতি মিনিটে ২৫ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
(গ) পোস্টের নাম:- ফরেস্ট গার্ড।
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৩ টি ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের ঊর্ধ্বে। বয়স হিসেব করা হবে ৫ ই মার্চ,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
(ঘ) পোস্টের নাম:- টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল, প্লাম্বার, কার্পেন্টার)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৩ টি (ইলেকট্রিক্যাল- ১ টি, প্লাম্বার- ১ টি, কার্পেন্টার- ১ টি) ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের ঊর্ধ্বে। বয়স হিসেব করা হবে ৫ ই মার্চ,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে।
(ঙ) পোস্টের নাম:- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৯ টি ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১-৩০ বছরের ঊর্ধ্বে। বয়স হিসেব করা হবে ৫ ই মার্চ,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে বোটানি/ জুওলজি/ বায়োটেকনোলজি/ ফরেস্ট্রি বিষয় সহ গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
(চ) পোস্টের নাম:- স্টেনোগ্রাফার ।
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২ টি ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের ঊর্ধ্বে। বয়স হিসেব করা হবে ৫ ই মার্চ,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। তার সঙ্গে স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ইংরেজি অথবা হিন্দিতে ৮০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.mponline.gov.in – এ গিয়ে আবেদন করতে হবে।
• আবেদন ফি:- জেনারেল/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১৩০০ টাকা (আবেদন ফি- ৫০০ টাকা + প্রসেসিং ফি- ৮০০ টাকা) । SC/ST/ মহিলা প্রার্থী/ Ex- Serviceman প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৮০০ টাকা (কেবল প্রসেসিং ফি- ৮০০ টাকা) ।
• নিয়োগ পদ্ধতি:- ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
• নিয়োগের স্থান:- এই নিয়োগটি করা হবে কেন্দ্রীয় সরকারের ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে।
• আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।