স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন । Recruitment at various posts at Health and Family Welfare Samiti
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর, স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শুরুর তারিখ:- আবেদন শুরু হয়ে গিয়েছে ১০ ই জানুয়ারি,২০২২
• আবেদন শেষের তারিখ:- আবেদন শেষের তারিখ ২৮ শে জানুয়ারি,২০২২
(ক) পোস্টের নাম:- কাউন্সিলর
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,০০০ টাকা।
(খ) পোস্টের নাম:- টিকাদান স্বেচ্ছাসেবক
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে দৈনিক বেতন ৫৫০ টাকা।
(গ) পোস্টের নাম:- মেডিকেল অফিসার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৮ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ৬০,০০০ টাকা।
(ঘ) পোস্টের নাম:- স্টাফ নার্স
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৫ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,০০০ টাকা।
(ঙ) পোস্টের নাম:- ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৬,০০০ টাকা।
(চ) পোস্টের নাম:- ল্যাব টেকনিশিয়ান
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২২,০০০ টাকা।
(চ) পোস্টের নাম:- পাবলিক হেলথ ম্যানেজার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ৪০,০০০ টাকা।
(ছ) পোস্টের নাম:- রাঁধুনি (মহিলা)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ৮,০০০ টাকা।
(জ) পোস্টের নাম:- মেডিকেল সোশ্যাল ওয়ার্কার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৮,০০০ টাকা।
(ঝ) পোস্টের নাম:- নিউট্রিশনিস্ট
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,০০০ টাকা।
(ঞ) পোস্টের নাম:- অ্যাটেনডেন্ট(মহিলা)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৩ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ৫,০০০ টাকা।
(ট) পোস্টের নাম:- সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,০০০ টাকা।
(ঠ) পোস্টের নাম:- সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,০০০ টাকা।
(ড) পোস্টের নাম:- জেলা পিপিএম সমন্বয়কারী সেন্টার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৬,০০০ টাকা।
(ঢ) পোস্টের নাম:- টিউবারকুলোসিস হেলথ ভিজিটর
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৮,০০০ টাকা।
(ণ) পোস্টের নাম:- ICTC কাউন্সিলর
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৩,০০০ টাকা।
(ত) পোস্টের নাম:- OST ANM/GNM
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৪,০০০ টাকা।
(থ) পোস্টের নাম:- টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাংক
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২২,০০০ টাকা।
(দ) পোস্টের নাম:- কো-অর্ডিনেটর
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ৪৫,০০০ টাকা।
(ধ) পোস্টের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৩,৫৬০ টাকা।
(ন) পোস্টের নাম:- ব্লাড ব্যাংক কাউন্সিলর
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২২,০০০ টাকা।
(প) পোস্টের নাম:- BCSU ল্যাব টেকনিশিয়ান
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২২,০০০ টাকা।
(ফ) পোস্টের নাম:- ব্লাড ব্যাংক ল্যাব টেকনিশিয়ান (NHM)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৫ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২২,০০০ টাকা।
(ব) পোস্টের নাম:- BCSU টেকনিক্যাল সুপারভাইজার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২২,০০০ টাকা।
(ভ) পোস্টের নাম:- ব্লাড ব্যাংক ল্যাব টেকনিশিয়ান (WBSAP&CS)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৪ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৩,০০০ টাকা।
(ম) পোস্টের নাম:- ICTC ল্যাব টেকনিশিয়ান (WBSAP&CS)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৫ টি।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৩,০০০ টাকা।
• বয়সসীমা:- পদগুলোর জন্যে প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মেডিকেল অফিসার পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে, স্টাফ নার্স পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/স্নাতক/স্নাতকোত্তর/নার্সিং পাশ ইত্যাদি বিভিন্ন যোগ্যতা প্রয়োজন। সমস্ত পদের সঠিক যোগ্যতা জানতে নীচে থাকা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঁঠাতে হবে। আবেদনপত্রটি অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে যুক্ত রয়েছে।
•আবেদন ফি:- জেনারেল/ OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- Secretary, District Health and Family Welfare Samiti, Office of the Chief Medical Officer of Health, Murshidabad, 14, Cantonment Road, P.O- Berhampur, District- Murshidabad, Pin- 742101
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
অফিসিয়াল ওয়েবসাইট:- Link