চাকরির পরীক্ষা

রাজ্যে অঙ্গনওয়াড়ির বিভিন্ন পদে কর্মী নিয়োগ । Recruitment at various posts at ICDS

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যে আইসিডিএস অর্থাৎ নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে অঙ্গনওয়াড়িতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• নিয়োগকারী দপ্তর:- Department of Women & Child Development and Social Welfare
• বোর্ডের নাম:- Integrated Child Development Services (ICDS), West Bengal

(ক) পোস্টের নাম:- অঙ্গনওয়াড়ি সুপারভাইজার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৭,১০০-৩৭,৬০০ টাকা।

(খ) পোস্টের নাম:- অঙ্গনওয়াড়ি ওয়ার্কার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩,০০০-৪,৫০০ টাকা।

(গ) পোস্টের নাম:- মিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২,২৫০-৩,৫০০ টাকা।

(ঘ) পোস্টের নাম:- অঙ্গনওয়াড়ি টিচার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩,০০০-৪,৫০০ টাকা।

(ঙ) পোস্টের নাম:- অঙ্গনওয়াড়ি হেল্পার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১,৫০০-২,২৫০ টাকা।

• আবেদন পদ্ধতি:- আবেদন করা যাবে অনলাইন/ অফলাইন উভয় মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.icdswb.in এ গিয়ে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য www.pscwapplication.in ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।

এই চাকরির অফিসিয়াল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে এবং আপনারা যদি এই চাকরির জন্য ইন্টারেস্টটেড হয়ে থাকেন তবে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে অথবা যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপ এ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button