রাজ্যে অঙ্গনওয়াড়ির বিভিন্ন পদে কর্মী নিয়োগ । Recruitment at various posts at ICDS
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যে আইসিডিএস অর্থাৎ নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে অঙ্গনওয়াড়িতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• নিয়োগকারী দপ্তর:- Department of Women & Child Development and Social Welfare
• বোর্ডের নাম:- Integrated Child Development Services (ICDS), West Bengal
(ক) পোস্টের নাম:- অঙ্গনওয়াড়ি সুপারভাইজার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৭,১০০-৩৭,৬০০ টাকা।
(খ) পোস্টের নাম:- অঙ্গনওয়াড়ি ওয়ার্কার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩,০০০-৪,৫০০ টাকা।
(গ) পোস্টের নাম:- মিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২,২৫০-৩,৫০০ টাকা।
(ঘ) পোস্টের নাম:- অঙ্গনওয়াড়ি টিচার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩,০০০-৪,৫০০ টাকা।
(ঙ) পোস্টের নাম:- অঙ্গনওয়াড়ি হেল্পার
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১,৫০০-২,২৫০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করা যাবে অনলাইন/ অফলাইন উভয় মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.icdswb.in এ গিয়ে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য www.pscwapplication.in ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
• এই চাকরির অফিসিয়াল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে এবং আপনারা যদি এই চাকরির জন্য ইন্টারেস্টটেড হয়ে থাকেন তবে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে অথবা যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপ এ।