ভারতীয় রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন । Recruitment at various posts at Indian Railway
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই পোষ্টটি আপনার জন্য। ভারতীয় রেলের তরফ থেকে মাধ্যমিক পাশে গ্রুপ- ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেড়িয়েছে। গোটা ভারতবর্ষ থেকে এই চাকরির জন্য আবেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে। চাকরির বিস্তারিত তথ্য যেমন, কোন কোন পদে নিয়োগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি সমস্ত নিয়ে নীচে আলোচনা করা হলো।
আবেদনের শেষ তারিখঃ- এই চাকরিতে আবেদন করবার শেষ তারিখ, চলতি মাসের ৩১ তারিখ।
পদঃ- মোট ৯ টি পদে নিয়োগ করা হবে। সেই পদগুলি যথাক্রমে,
○ ফিটার
এই পদের মোট শূন্যপদ ৮ টি, ( ST- 4; PWD- 2; Ex.SM- 2)
○ ওয়াল্ডার
এই পদের মোট শূন্যপদ ২ টি, ( ST- 1; PWD 1)
○ মেকানিক
এই পদের মোট শূন্যপদ ১৫ টি, ( UR- 3; ST- 2; OBC- 8; PWD 1; Ex.SM- 1)
○ পেইন্টার
এই পদের মোট শূন্যপদ ১৭ টি, ( UR- 9; SC- 2; ST- 2; OBC- 2; PWD 1; Ex.SM- 1)
○ কার্পেন্টার
এই পদের মোট শূন্যপদ ৫ টি, ( ST- 2; OBC- 1; PWD- 1; Ex.SM- 1)
○ মেকানিক(Motor Vehicle)
এই পদের মোট শূন্যপদ ৩ টি, ( UR- 1; ST- 1; OBC- 1 )
○ ইলেকট্রিশিয়ান
এই পদের মোট শূন্যপদ ৮ টি, ( UR- 4 ; SC- 1; OBC- 2; Ex.SM- 1)
○ ইলেকট্রিক মেকানিক
এই পদের মোট শূন্যপদ ৯ টি, ( UR- 5; SC- 1; ST- 1; OBC- 2 )
○ AC& Ref. Mechanic
এই পদের মোট শূন্যপদ ১ টি, ( ST- 1)
শিক্ষাগত যোগ্যতাঃ- এই পদগুলিতে আবেদন করবার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। তারই সঙ্গে যে পদে আবেদন করবেন সেই পদের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অথবা ITI পাশ হতে হবে।
বয়সঃ- এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। ST/SC ও OBC প্রার্থীরা সরকারি নিয়মে বয়েসের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতিঃ- নিয়োগ করা হবে মাধ্যমিকের নাম্বার ও ITI এর নাম্বারের ওপর ভিত্তি করে।
আবেদন পদ্ধতিঃ- আবেদন করতে হবে অনলাইনে। www.rcf.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে।
আবেদন মূল্যঃ- সমস্ত প্রার্থীর জন্য আবেদন মূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে।
আরো বিস্তারিত ভাবে এই চাকরির সমন্ধে জানতে নীচে থাকা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে পড়ুন।
অফিসিয়াল নোটিফিকেশনঃ- Link
অফিসিয়াল ওয়েবসাইটঃ- Link
সরাসরি আবেদন করুনঃ- Link