রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-ডি সহ একাধিক পদে কর্মী নিয়োগ । Recruitment at various posts at the health department
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে গ্রুপ-ডি সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- ৮ ই এপ্রিল ২০২২
(ক) পোস্টের নাম:- মেডিক্যাল অফিসার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ২ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা মার্চ, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে MBBS পাশ হতে হবে। তার সঙ্গে কমপক্ষে একবছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৪,০০০ টাকা।
(খ) পোস্টের নাম:- নার্স
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ১ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা মার্চ, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে GNM নার্সিং কোর্স করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০ টাকা।
(গ) পোস্টের নাম:- গ্রুপ-ডি
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ১ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা মার্চ, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৮,০০০ টাকা।
(ঘ) পোস্টের নাম:- অ্যাকাউন্টেন্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ১ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা মার্চ, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। এছাড়াও কম্পিউটারের কাজ জানতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১২,০০০ টাকা।
(ঙ) পোস্টের নাম:- ল্যাবরেটরি সুপারভাইজার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ১ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা মার্চ, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in এ গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
• আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিপত্রগুলি লাগবে সেগুলি হলো:-
(১) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
(৩) ভোটার কার্ড/আধার কার্ড।
(৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
(৫) কাস্ট সার্টিফিকেট।
• আবেদন ফি:- জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা।
• আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:- The Office of The CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samity, Cooch Behar
• নিয়োগের স্থান:- এই নিয়োগটি করা হবে কোচবিহার জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।