রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্যদপ্তরে কর্মী নিয়োগ – Recruitment at West Bengal Health Department at higher secondary pass
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই খবরটি আপনার জন্য। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর-এর তরফ থেকে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারতের তথা পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবে। এ সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।
• আবেদন শেষের তারিখ:- ১৮ ই নভেম্বর,২০২১; দুপুর ১ টা পর্যন্ত।
(ক) পোস্টের নাম:- মেডিক্যাল টেকনোলজিস্ট গ্রেড-III
• শূন্যপদের সংখ্যা:- ১২২ টি (UR- ৬৭, SC- ৩০, ST- ৮, OBC-A- ১৩, OBC-B- ১০, PWD- ৪)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ লা জানুয়ারি,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে।
• যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীকে পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা ও জীব বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ এবং তার সঙ্গে মেডিক্যাল টেকনোলজি নিয়ে স্নাতক অথবা মেডিক্যাল টেকনোলজি নিয়ে দু বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৮,৯০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন থেকে প্রার্থীরা আবেদনপত্র প্রিন্ট আউট করে আবেদন করতে পারবেন। রেক্রুটমেন্ট প্রসেস এ সময় দুই কপি আবেদনপত্র সাবমিট করতে হবে।
• আবেদন ফি:- এই পদের জন্য আবেদন ফি ১৬০ টাকা। প্রার্থীরা শুধুমাত্র GRPS এর মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন।
• অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন- ডাউনলোড
• অফিসিয়াল ওয়েবসাইট:- http://www.wbhrb.in/
ব্লগিং (নিউজ) ওয়েবসাইট কিরকম হয় জানতে ভিজিট করুন আমাদের phoenixbangla.in ওয়েবসাইটটি। সাধারন একটি নর্মাল ওয়েবসাইট তৈরি করতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা নেয় একজন ডেভলপার। আমাদের উদ্দেশ্য কিছু বেকার যুবক-যুবতীকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া। |
• সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।