কলকাতার বিড়লা মিউজিয়ামে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের কলকাতার বিড়লা মিউজিয়ামের তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শেষের তারিখ:- ৩১ শে জানুয়ারি,২০২২
(ক) পোস্টের নাম:- অফিস অ্যাসিস্ট্যান্ট।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও টাইপিং-এ দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৯,৯০০-৬৩,২০০ টাকা।
(খ) পোস্টের নাম:- এডুকেশন অ্যাসিস্ট্যান্ট।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৯,৯০০-৯২,৩০০ টাকা।
(গ) পোস্টের নাম:- এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে ভিজুয়াল আর্টস/ ফাইন আর্টস/কমার্শিয়াল আর্টসে স্নাতক পাশ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৯,৯০০-৯২,৩০০ টাকা।
(ঘ) পোস্টের নাম:- টেকনিশিয়ান।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ এবং আইটিআই পাশ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৯,৯০০-৬৩,২০০ টাকা।
• উপরের সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদ ৭ টি।
• উপরের সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট https://bitm.gov.in/ এ গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
• আবেদন ফি:- জেনারেল/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২০০ টাকা। SC/ST/ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি লাগবে না।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• সরাসরি আবেদন করুনঃ- Link