রাজ্যে ৬০০০ শূন্যপদে স্বাস্থ্যদপ্তরে কর্মী নিয়োগ – Recruitment in 6000 vacancies at West Bengal Health Department
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই খবরটি আপনার জন্য। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড-এর তরফ থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ৬১১৪ শূন্যপদে কর্মী নিয়োগের দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবে। এ সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।
• নিয়োগকারী সংস্থা:- West Bengal Health Department
• আবেদন শেষের তারিখ:- ১৮ ই নভেম্বর,২০২১
(ক) বিজ্ঞপ্তি নম্বর:- R/Staff Nurse, GD-II/12/2021
• পোস্টের নাম:- স্টাফ নার্স গ্রেড-২
• শূন্যপদের সংখ্যা:- ৩৯৭৪ টি (এই বিজ্ঞপ্তির অধীনে জিএনএম নার্স নিয়োগ করা হবে)
° GNM নার্স মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ ৩৫৭৭ টি ( UR- ১১০৮, SC- ১২৫৫, ST- ৩৬৩, OBC A – ৬৬৮, OBC B – ১৭০, PWD – ১৩)
° GNM নার্স পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ ৩৯৭ টি ( UR- ১২৪, SC- ১৪০, ST- ৪০, OBC A – ৭৪, OBC B – ৭৮, PWD – ১)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ লা জানুয়ারি,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে।
• যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোন কলেজ থেকে GNM নার্সিং কোর্স পাশ করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। তার সঙ্গে বাংলা এবং নেপালি ভাষা বলতে এবং লিখতে জানতে হবে।
(খ) বিজ্ঞপ্তি নম্বর:- R/Staff Nurse, GD-II/08/2021
• পোস্টের নাম:- স্টাফ নার্স গ্রেড-২
• শূন্যপদের সংখ্যা:- ২১৪০ টি (এই বিজ্ঞপ্তির অধীনে বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্স নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তির অধীনে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন)
° বেসিক বিএসসি নার্স মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ ২০৩২ টি ( UR- ৬৩৩, SC- ৭১১, ST- ২০৬, OBC A – ৩৭৮, OBC B – ৯৬, PWD – ৮)
° পোস্ট বেসিক বিএসসি নার্স মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শূন্যপদ ১০৮ টি ( UR- ৩০, SC- ৪০, ST- ১২, OBC A – ২১, OBC B – ৫)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ লা জানুয়ারি,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে।
• যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীকে বেসিক বিএসসি নার্সিং অথবা বিএসসি নার্সিং কোর্স পাশ করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। তার সঙ্গে বাংলা এবং নেপালি ভাষা বলতে এবং লিখতে জানতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট -এ গিয়ে আবেদন করতে হবে।
• আবেদন ফি:- এই পদের জন্য আবেদন ফি ২১০ টাকা। তবে SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
• নিয়োগ পদ্ধতি:- শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদনকারীদের বাছাই করে লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।
• অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন-
নোটিফিকেশনটি ১- ডাউনলোড
নোটিফিকেশনটি ২- ডাউনলোড
• অফিসিয়াল ওয়েবসাইট:- http://www.wbhrb.in/
ব্লগিং (নিউজ) ওয়েবসাইট কিরকম হয় জানতে ভিজিট করুন আমাদের phoenixbangla.in ওয়েবসাইটটি। সাধারন একটি নর্মাল ওয়েবসাইট তৈরি করতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা নেয় একজন ডেভলপার। আমাদের উদ্দেশ্য কিছু বেকার যুবক-যুবতীকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া। |
• সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।