কলকাতা টাকশালে কর্মী নিয়োগ, স্নাতক পাশে আবেদন করুন । Recruitment in IGM at Kolkata, apply now
আপনি কি স্থায়ী (Permanent) চাকরি খুঁজছেন? তাহলে এই চাকরির খবরটি আপনার জন্য। সম্প্রতি ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট(IGM), কলকাতা এর তরফ থেকে এনগ্রেভার ও জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করতে হবে ৭ই জুনের মধ্যে। কীভাবে আবেদন করবেন, কি পোস্ট, কত শূন্যপদ ও নিয়োগ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নীচে আলোচনা করা হলো,
(ক) পদের নাম – এনগ্রেভার (লেভেল বি-4)
• বেতন – এই পদে কর্মরত ব্যক্তিদের বেতন ২৩,৯১০-৮৫,৫৭০ এর মধ্যে।
• মোট শূন্যপদ – ৩টি (OBC-১টি , UR-২টি)।
• বয়সসীমা – ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ৫ বছর ও OBC রা সর্বোচ্চ ৩ বছর ছাড় পাবেন।
• উপযুক্ত যোগ্যতা –
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ফাইন আর্টসে (Sculpture/Metal works) স্নাতক হতে হবে।
স্নাতকে নূন্যতম ৫৫% মার্কস থাকতে হবে।
(খ) পদের নাম – জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (লেভেল-বি-থ্রি)
• বেতন – মাসিক ২১,৫৪০ – ৭৭,১৬০ টাকা পর্যন্ত।
• মোট শুন্যপদ – ৪টি (UR-১টি,OBC-২টি, EWS -১টি )
• বয়সসীমা – ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ৫ বছর ও OBC প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর ছাড় পাবেন।
• উপযুক্ত যোগ্যতা –
যেকোনো বিষয়ে ৫৫% মার্কস সহ স্নাতক হতে হবে।
কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।
কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ টি ওয়ার্ড টাইপ করার ও হিন্দিতে প্রতি মিনিটে ৩০ টি ওয়ার্ড টাইপ করার ক্ষমতা থাকতে হবে।
• নিয়োগ পদ্ধতি –
• জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রথমে টাইপিং টেস্ট এবং সেই টেস্টে পাশ করলে তারপরে অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।
• এনগ্রেভার পদের ক্ষেত্রে শুধু অবজেক্টিভ টাইপ অনলাইন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।
• আবেদন ফি – জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৬০০ টাকা ও SC/ST/OBC ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।
• আবেদন পদ্ধতি –
তিনধাপে আবেদন করতে হবে –
১. রেজিস্ট্রেশন : প্রথমে আবেদনকারীকে Indian Government Mint, Kolkata এর অফিসিয়াল ওয়েবসাইটে https://igmkolkata.spmcil.com এ গিয়ে Apply Online লেখাটিতে ক্লিক করতে হবে।
এরপরে Click Here for New Registration এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে sumbit অপশনে ক্লিক করতে হবে।
২. এরপরে আবেদনকারীকে অনলাইনে নির্দিষ্ট টাকা পেমেন্ট করতে হবে এবং তারপরে অনলাইন পেমেন্টের e- Receipt এবং অনলাইন আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে।
৩. এবার প্রার্থীকে অনলাইনে পাসপোর্ট সাইজ রঙিন ফোটোগ্রাফ,সাক্ষর (কালো পেনে লেখা ) ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
• আবেদনের তারিখ – ৭ই মে,২০২২ থেকে ৭ ই জুন,২০২২ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
• অফিসিয়াল ওয়েবসাইট – Link
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।