চাকরির পরীক্ষা

দুয়ারে রেশন প্রকল্পে ৪২ হাজার কর্মী নিয়োগ ঘোষনা মমতার – Recruitment of 42000 workers at Duare Ration prokolpo in West Bengal

পশ্চিমবঙ্গ সরকারের নানান প্রকল্পের মধ্যে নতুন আর একটি প্রকল্প হলো দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্প অনুসারে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে রেশন। এই বাড়ি বাড়ি রেশন পৌঁছানোর জন্যে রাজ্যে ৪২ হাজার কর্মী নিয়োগ করা হবে। একটি বক্তৃতায় এমনই জানালেন মমতা ব্যানার্জী। তিনি বলেন, রেশন দোকান থেকে যে রেশনটা যাবে এবং সেটা যে পাড়ায পাড়ায লোকের হাতে পৌঁছে দেবে সেটার জন্য প্রতিটি রেশন দোকানের ডিলালেরা দুজন করে স্টাফ নিতে পারবেন। 

তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে মোট ২১ হাজার রেশন দোকান রয়েছে। সেই ডিলারদের নিতে হবে ৪২ হাজার কর্মী। অর্থাৎ প্রতিটি ডিলার নেবে ২ জন করে কর্মী। 

 

এই পদের বেতন নিয়ে তিনি জানান, প্রত্যেক স্টাফ কে ১০ হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।  

 

এই পদ কবে ছাড়া হবে সেক্ষেত্রে তিনি কিছু না জানালেও খুব তাড়াতাড়িই যে এই পদে কর্মী নিয়োগ শুরু হবে তার ইঙ্গিত তিনি তার বক্তব্যের মধ্যে দিয়েছেন।এই কর্মসংস্থানের ফলে ৪২ হাজার মানুষ কর্মসংস্থানও পাবে এবং রেশন বাড়িতে বসেই পেয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষও উপকৃত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button