চাকরির পরীক্ষা

পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ, যোগ্যতা- মাধ্যমিক পাশ । West Bengal Asha Karmi Recruitment 2022

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের মালদা জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• আবেদনের শেষ তারিখ – আশা কর্মী নিয়োগ :- ১৪ ই জানুয়ারি, ২০২২; রাত ১২ টা পর্যন্ত।

(ক) পোস্টের নাম:- আশা কর্মী (Social Health Activist)
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩০-৪০ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং সেই মহিলাকে অবশ্যই বিবাহিতা/বিবাহ বিচ্ছিন্না/ বিধবা হতে হবে। এছাড়াও আবেদনকারীকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

• আবেদন পদ্ধতি:- আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.malda.gov.in– এ গিয়ে আশা পদের জন্য আবেদন এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি আবেদন করতে পারবেন। একাধিক আবেদন একই প্রার্থীর দ্বারা জমা দেওয়া হলে সেগুলিকে গ্রহণ করা হবে না। প্রার্থীরা তাদের নিজ নিজ স্বাস্থ্য উপকেন্দ্র/BPHC/RH থেকে আবেদনপত্র পূরণের তথ্য ও সহায়তা সংগ্রহ করতে পারেন।

• আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র:- আশা কর্মী নিয়োগ – Asha Karmi Recruitment
(১) ভোটার কার্ড
(২) রেশন কার্ড
(৩) মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড
(৪) মাধ্যমিক পরীক্ষার মার্কশীট
(৫) কাস্ট সার্টিফিকেট
(৬) অভিজ্ঞতার শংসাপত্র
এই নথিপত্রগুলোর সেল্ফ অ্যাটেস্টেড কপি লাগবে।

• নির্বাচন পদ্ধতি:- মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে (৯০%), ইন্টারভিউ এর ওপর ভিত্তি করে (৮%), এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে (২%) নির্বাচন করা হবে।

• অফিশিয়াল নোটিফিকেশন:- Link

আবেদন করুন  – Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button