শুরু হলো উত্তর দিনাজপুরে আশা কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন। মোট শূন্যপদ:- ২২৬ টি। Uttar Dinajpur District Asha Karmi Recruitment Notification 2022
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের মহিলাদের জন্যে সুখবর। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। Uttar Dinajpur District Asha Karmi Recruitment Notification 2022
• আবেদনের শেষ তারিখ:- ৩১ শে জানুয়ারি, ২০২২।
(ক) পোস্টের নাম:- আশা কর্মী (Asha Worker)
• শূন্যপদ:- ২২৬ টি। (চোপড়া ব্লকে ২৬ টি, ইসলামপুর ব্লকে ৬৩ টি, গোয়ালপোখর ১ এ ২৬ টি, গোয়ালপোখর ২ এ ৪৩ টি, করণদিঘিতে ৬৮ টি)
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩০-৪০ এর মধ্যে। বয়স হিসেব করতে হবে ২৯ শে ডিসেম্বর,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং সেই মহিলাকে অবশ্যই বিবাহিতা/বিবাহ বিচ্ছিন্না/ বিধবা হতে হবে। এছাড়াও আবেদনকারীকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আরও পড়ুন –
1- শুরু হতে চলেছে জাগো প্রকল্প, এবার সকল মহিলা পাবে ৫০০০ টাকা। বিস্তারিত জেনে নিন
2. কিভাবে জাগো প্রকল্পে আবেদন করবেন
3. দুয়ারে সরকার ক্যাম্পে বেকার ছেলেমেয়েদের জন্য চাকরির নতুন প্রকল্প আমার কর্মদিশা
* সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। উত্তর দিনাজপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নিজ নিজ বিডিও অফিসের ঠিকানায় জমা দিতে হবে।
• আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র:-
(১) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
(২) স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেব ভোটার কার্ড/রেশন কার্ড।
(৩) বয়সের প্রমানপত্র।
(৪) বিবাহিতা/বিবাহ বিচ্ছিন্না/ বিধবা প্রমাণপত্র।
(৫) সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি (আবেদনকারীর স্বাক্ষর করা)।
• নির্বাচন পদ্ধতি:- শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউ ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link