রাজ্যের জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন । Recruitment of Asha Worker at West Bengal
আপনি যদি রাজ্যের মহিলা চাকরিপ্রার্থী হন তাহলে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আশা কর্মী নিয়োগের (Recruitment of Asha Worker) বিজ্ঞপ্তি বেরিয়েছে। কীভাবে আবেদন করবেন, কতো শুন্যপদ,আবেদনের শেষ তারিখ কবে এবং নিয়োগ সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নীচে আলোচনা করা হলো,
(ক) পদের নাম – আশা (ASHA) কর্মী
• মোট শুন্যপদ – ৯১ টি
• বয়সসীমা – আবেদনকারীর বয়স ০১/০১/২০২২ এর হিসাবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ওই তারিখের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের বয়স ২২ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
• শিক্ষাগত যোগ্যতা – এই পদগুলিতে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।
• প্রয়োজনীয় যোগ্যতা – আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এই শর্তগুলোও প্রার্থীদের পূরণ করতে হবে।
• শুধুমাত্র বিবাহিতা, বিবাহবিচ্ছিনা অথবা বিধবা মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারে।
• যে গ্রামগুলোতে নিয়োগ করা হবে, সংশ্লিষ্ট প্রার্থীদের অবশ্যই সেই গ্রামের বাসিন্দা হতে হবে।
• যদি আশাকর্মী নিয়োগের স্থানগুলোতে তপশিলি জাতি ও উপজাতিদের জনসংখ্যা ৫০% এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে উক্ত পদগুলোতে তাদের প্রাধান্য দেওয়া হবে।
• আবেদনের জন্য প্রয়োজনীয় নথি-
(ক) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
(খ) এলাকার বাসিন্দা হিসেবে প্রমান দেওয়ার জন্য রেশনকার্ড বা ভোটার কার্ড (EPIC)
(গ) জাতিগত শংসাপত্র ( SC, ST, OBC, EWS সহ বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরীর প্রার্থীদের জন্য )
(ঘ) আবেদনকারীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ ফটো
(ঙ) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট
(চ) গ্রেড -১, গ্রেড-২ এর স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হিসেবে প্রমাণপত্র অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দাই ও লিংক ওয়ার্কার প্রমাণপত্র ( যদি প্রযোজ্য হয় )
(ছ) বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট /আধার কার্ড /ভোটার কার্ড
(জ) ডিভোর্সী মহিলাদের ক্ষেত্রে আদালত কর্তৃক ডিক্রি
(ঝ) বিধবা মহিলাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট
(ঞ) বিবাহিত মহিলারা কোনো কারণে উপরে প্রদত্ত সরকারি নথি প্রদান করতে না পারলে নোটারি বা ম্যাজিস্ট্রেটের সই করা অ্যাপিডেভিড জমা দিতে হবে।
নোটিশের শেষ পেজে আপনি আবেদনপত্রটি পেয়ে যাবেন এবং সেটি প্রিন্ট আউট করে নেবেন।
• কীভাবে আবেদন করবেন:- আশাকর্মী পদে নিয়োগের জন্য অফলাইনে আবেদন করতে হবে। একটি মুখবন্ধ খামে আবেদনপত্র সহ ৫ টাকার ডাকটিকিট ও নিজের ঠিকানা লেখা সহ উপরোক্ত প্রয়োজনীয় নথিগুলির জেরক্সগুলো একসাথে অ্যাটাচ করে নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (বিডিও) অফিসে জমা করতে হবে।
• নিয়োগের স্থান – আলিপুরদুয়ার জেলার ৮৭ টি ও নদীয়া জেলার ৫ টি (তাতলা, সিংহাটি ধুবুলিয়া, হরিণডাঙ্গা, সোনডাঙ্গা ) টি উপস্বাস্থ্য কেন্দ্রে।
• আবেদনের শেষ তারিখ – আলিপুরদুয়ারের বিডিও অফিসগুলোতে ২৭ শে মে,২০২২ মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে ও নদীয়াতে সংশ্লিষ্ট বিডিও অফিসগুলোতে ২রা জুন,২০২২ বিকেল ৩ টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। ( শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিনগুলো বাদে )
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:-
• আলিপুরদুয়ার:- Link
• নদীয়া:- Link
• আবেদন পত্র(নদীয়া):- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
• সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।