রাজ্যে শুরু হলো আশা কর্মী নিয়োগ, আবেদন করুন আজই
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি টি আপনার জন্য। রাজ্যের একটি জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নানান ব্লক এলাকায়। কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এই সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।
• আবেদনের শেষ তারিখ:- ২৪ শে ডিসেম্বর, ২০২১; বিকেল ৫ টা পর্যন্ত
(ক) পোস্টের নাম:- আশা কর্মী।
• মোট শূন্যপদের সংখ্যা:- ৪১ টি।
° তমলুক সাব ডিভিশন এর অধীনে কোলাঘাট ব্লক(শূন্যপদ ৬ টি) এলাকার সিদ্ধা-২, সিদ্ধা-১, ভোগপুর, গোপালনগর, আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে।
° এগরা সাব ডিভিশন (শূন্যপদ ৫ টি)এর অধীনে এগরা-২ ব্লক এলাকায় দেশবন্ধু, বাথুয়ারি, মঞ্জুশ্রী, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের নিয়োগ করা হবে।
° তমলুক সাব ডিভিশন এর অধীনে ময়না ব্লক(শূন্যপদ ১২ টি) এলাকার ময়না-২, ময়না-১, তিলখোজা, গোকুলনগর, পরমানন্দপুর, গোজিনা, বাকচা, নাইনচানপুর-২ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে।
° কাঁথি সাব ডিভিশন এর অধীনে ভগবানপুর-২ ব্লক(শূন্যপদ ৭ টি) এলাকার গরবারি-২, গরবারি-১, জুখিয়া, মুগবেড়িয়া, বাসুদেববেড়িয়া, অর্জুননগর গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে।
° তমলুক সাব ডিভিশন এর অধীনে চন্ডিপুর ব্লক(শূন্যপদ ১১ টি) এলাকার চৌখালী, বৃন্দাবনপুর-২, উসমানপুর, কুলবাড়ি, দিবাকরপুর গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বয়স হিসেব করা হবে ১ লা জানুয়ারি,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
আবেদনকারী মহিলাকে বিবাহিতা/ বিধবা /বিবাহ বিচ্ছিন্না হতে হবে।
আবেদনকারী মহিলাকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে সরাসরি অফলাইন-এর মাধ্যমে। আবেদনপত্রের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংযুক্ত করে নিজ নিজ বিডিও অফিসের ঠিকানা জমা দিতে হবে। এছাড়াও স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠানো যাবে।
• আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিপত্র লাগবে:-
(ক) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
(খ) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/রেশন কার্ড।
(গ) বয়সের প্রমাণপত্র।
(ঘ) বিবাহিতা/ বিধবা /বিবাহ বিচ্ছিন্না প্রমানপত্র।
(ঙ) সেল্ফ অ্যাটেস্টেড করা সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি।
• অফিশিয়াল নোটিফিকেশন:-
1- কোলাঘাট ব্লক আশা কর্মী নিয়োগ নোটিফিকেশন
2- এগরা ব্লক আশা কর্মী নিয়োগ নোটিফিকেশন
3- ময়না ব্লক আশা কর্মী নিয়োগ নোটিফিকেশন
4- ভগবানপুর ব্লক আশা কর্মী নিয়োগ নোটিফিকেশন
5- চন্ডিপুর ব্লক আশা কর্মী নিয়োগ নোটিফিকেশন
• আরো চাকরির খবর পড়ুন- Link
○ বিভিন্ন স্কলারশিপের আপডেট জানুন –
1- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
2- ওয়েসিস স্কলারশিপ
3- ঐক্যশ্রী স্কলারশিপ
4- নবান্ন স্কলারশিপ
• সরকারি ভাতা ও প্রকল্পের খবর জানতে পাশের লিঙ্কে ক্লিক করুন- Link