রাজ্যের ব্লক এলাকায় সরাসরি ব্লক ভলেন্টিয়ার নিয়োগ, দৈনিক বেতন ৬০০ টাকা
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি টি আপনার জন্য। রাজ্যের ব্লক এলাকায় ব্লক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। এই সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।
(ক) পোস্টের নাম:- ব্লক ভলেন্টিয়ার।
• মোট শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখা স্নাতক হতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এছাড়াও গ্রামীণ এলাকার মানুষদের সাথে কথা বলার দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য দৈনিক বেতন ৬০০ টাকা। মাসে সর্বোচ্চ ১৬ দিন কাজ হবে।
• আবেদন পদ্ধতি:- এই পদের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। ইন্টারভিউ এর দিন সঠিক সময় যথাযথ স্থানে পৌঁছালেই হবে।
• ইন্টারভিউ-এর তারিখ ও সময়:- ১৪ ই ডিসেম্বর,২০২১; সকাল ১১ টা।
• ইন্টারভিউয়ের স্থান:- SBCC Cell located behind District Record Room, Office of the District Magistrate, Purulia.
• নির্বাচন পদ্ধতি:- কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
• নিয়োগের স্থান:- পুরুলিয়া, আবেদনকারীকে অবশ্যই সেন্ত্তুরি/ নিঠুরিয়া ব্লক/ রঘুনাথপুর সাব ডিভিশনের বাসিন্দা হতে হবে।
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link