Group D Recruitment – নূন্যতম ক্লাস এইট ও মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের কলেজে কর্মী নিয়োগ, আবেদন করুন এই পদ্ধতিতে
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য। গত ১১ ই মে,২০২২ তারিখে রাজ্যের বারুইপুর কলেজে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে।
(ক) পদের নাম – ক্লার্ক (গ্রুপ সি )
• শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড বা কাউন্সিল থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।
(খ) পদের নাম – ল্যাব অ্যাটেনডেন্ট ( গ্রুপ ডি )
• শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ড বা কাউন্সিল থেকে ক্লাস এইট পাশ হতে হবে এবং কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে
• বয়সসীমা- আবেদনকারীদের সর্বোচ্চ বয়স 40 হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের মধ্যে SC, ST ও PH (প্রতিবন্ধী) প্রার্থীরা 5 বছর ও OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
• আবেদন পদ্ধতি- কলেজের অফিসিয়াল ওয়েবসাইট www.baruipurcollege.ac.in তে পিডিএফ ফরম্যাটে ফাঁকা আবেদনপত্র রয়েছে তা ডাউনলোড করে পূরণ করতে হবে এবং ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথির অরিজিনাল copy ও self attested copy দুটোই আনতে হবে এবং আবেদনপত্রও আনতে হবে।
• আবেদনকারীর দেওয়া কোনো তথ্য ভুল হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।
• ইন্টারভিউয়ের তারিখ ও সময়- 25-05-2022 ( বুধবার ),সকাল 11 টা
• ইন্টারভিউয়ের স্থান- বারুইপুর কলেজ, দক্ষিণ ২৪ পরগনা।
• কলেজের ঠিকানা- বারুইপুর, P.O= পুরন্দরপুর মাঠ (Purandarpur Math), P.S= বারুইপুর,
• জেলা- দক্ষিণ ২৪ পরগনা, পিন – 743610
• কলেজের Helpline Number- 033-24339566 / 033-24230447
• কলেজের Email- baruipurcollege@gmail.com
কোনোরকম প্রশ্ন থাকলে উপরোক্ত দুটি হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নিতে পারেন।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• আবেদন পত্র:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
• সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।