চাকরির পরীক্ষা

ইমেইলের মাধ্যমে রাজ্যের স্কুলে শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগ – Recruitment of teacher and non teaching staff in school of West Bengal

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই পোষ্টটি আপনার জন্য। রাজ্য স্কুলে (বাংলা মিডিয়াম) বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে পুরুলিয়া জেলার অন্তর্গত বার্তার সারদামণি মিশন হাই স্কুলে। যে কোন ভারতীয় তথা পশ্চিমবঙ্গবাসী আবেদন করতে পারবে। সমস্ত নীচে আলোচনা করা হলো।

• আবেদন শুরুর তারিখ:- ৮ ই ডিসেম্বর, ২০২১
আবেদনের শেষের তারিখ:- ১৫ ই ডিসেম্বর, ২০২১

(ক) পদের নাম:- অ্যাসিস্ট্যান্ট টিচার।
• মোট শূন্যপদের সংখ্যা:- ৪ টি( গণিতে- ১ টি, জীবনবিজ্ঞানে- ১ টি, ভৌতবিজ্ঞানে- ১ টি, ইংরেজিতে- ১ টি)
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এর সঙ্গে বিএড কোর্স করে থাকতে হবে।
বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১০,০০০ টাকা।

(খ) পদের নাম:- হোটেল সুপারেনটেনডেন্ট।
• মোট শূন্যপদের সংখ্যা:- ২ টি ।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন শাখায় স্নাতক পাশ করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১০,০০০ টাকা।

• বয়স:- উভয় পদের জন্যই প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বয়সের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।

• আবেদন পদ্ধতি:- আবেদনপত্র ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে কালো কালারের বল পেন দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। হাতে লেখা বা টাইপ করা কোনো আবেদন পত্র গ্রাহ্য করা হবে না।

আবেদনপত্রের সঙ্গে যে সব নথিপত্র সংযুক্ত করতে হবে সেগুলো হলো:-
(ক) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ সার্টিফিকেট।
(খ) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(গ) ভোটার কার্ড/ আধার কার্ড।
(ঘ) কাস্ট সার্টিফিকেট।
(ঙ) বিএড কোর্সের সার্টিফিকেট।
(চ) সম্প্রতি তোলা দু কপি পাসপোর্ট সাইজের কালার ফটোকপি।

• আবেদন ফি:- আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। টাকা জমা যে অ্যাকাউন্টে পাঠাতে হবে সেটি হল BARTAR SARADAMONI MISSION, A/C NO.- 2263306864, IFSC: CBIN0282014, CENTRAL BANK OF INDIA, SINDRI CHASMORE BRANCH.

• নির্বাচন পদ্ধতি:- লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নাম্বার এবং পার্সোনালিটি টেস্ট এর উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন- Link
আবেদন পত্র ডাউনলোড করুন- Link
আরো চারকির খবর পড়ুন- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button