রাজ্যের বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ । Recruitment of teacher and non teaching staff
রাজ্যের বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রাইমারি, প্রি- প্রাইমারি, ও হাই স্কুলে শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। এইনিয়মটি করা হবে বীরভূম জেলার রামপুরহাট ডিপিএস স্কুলে। যেকোনো পশ্চিমবঙ্গবাসী এই শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• প্রি- প্রাইমারি স্তর:-
• বিষয়:- ইংরেজি, হিন্দি, বাংলা, ইভিএস বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
• যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীকে টিচার্স ট্রেনিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। পড়ানোর ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• প্রাইমারি স্তর:-
• বিষয়:- ইংরেজি, হিন্দি, বিজ্ঞান, ইভিএস বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
• যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রী এবং তার সঙ্গে বিএড পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতার সাথে কনভেন্ট থেকে পড়াশোনা করতে হবে।
• টিজিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার স্তর:-
• বিষয়:- ইংরেজি, হিন্দি, বাংলা, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল স্টাডিজ বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
• যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী এবং তার সঙ্গে বিএড পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কমপক্ষে ৭ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে।
• পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার স্তর:-
• বিষয়:- ইংরেজি, হিন্দি, বাংলা, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল স্টাডিজ বিষয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হবে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
• যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী এবং তার সঙ্গে বিএড পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কমপক্ষে ১০ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা থাকতে হবে।
(ক) পোস্টের নাম:- অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান/সাইন্স ও কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে স্নাতক পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে এছাড়াও কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) পোস্টের নাম:- স্পেশাল এডুকেটর।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে স্নাতক পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে এছাড়াও বিএড পাশ করে থাকতে হবে।
(গ) পোস্টের নাম:- স্কুল কাউন্সিলর।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে সাইকোলজিতে পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা সম্পন্ন হতে হবে এছাড়াও ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) পোস্টের নাম:- কোচ- অ্যাটলেটিকস্/ চেস/ ব্যাডমিন্টন/ ক্রিকেট/ টেবিল টেনিস /বাস্কেটবল /ফুটবল/ ফিটনেস ট্রেইনার /যোগা।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে রাজ্য স্তরের খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
(ঙ) পোস্টের নাম:- হোস্টেল ওয়ার্ডেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে কোন নামী স্কুলে ৫ বছর হোস্টেল ওয়ার্ড হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(চ) পোস্টের নাম:- ল্যাব অ্যাসিস্ট্যান্ট/ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট/মেডিক্যাল অফিসার বা নার্স।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(ছ) পোস্টের নাম:- প্যারেন্টস রিলেশনশিপ ম্যানেজার/ স্টুডেন্ট রিলেশনশিপ এক্সিকিউটিভ।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে কনভেন্ট ব্যাকগ্রাউন্ড এর সাথে কমিউনিকেশনের দক্ষতা থাকতে হবে।
(জ) পোস্টের নাম:- অ্যাডমিশন কাউন্সিলর।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে মহিলা হতে হবে এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন দু’ভাবে করা যাবে। সরাসরি অনলাইনে কিংবা স্কুলের নির্দিষ্ট ইমেইল আইডিতে আবেদনপত্র পাঠানোর মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://dpsrampurhat.org/ এবং স্কুলের ইমেইল আইডি টি হল career@dpsrampurhat.org
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link