রাজ্যের বিভিন্ন স্কুলে একাধিক পদে শিক্ষক নিয়োগ । Recruitment of teacher at school of West Bengal
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের স্কুলে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো ভারতীয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শেষের তারিখ:- ২৮ শে জানুয়ারি,২০২২
(ক) পোস্টের নাম:- পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT)
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো শাখা স্নাতকোত্তর পাশ এবং তার সঙ্গে বিএড কোর্স করে থাকতে হবে।
(খ) পোস্টের নাম:- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো শাখা স্নাতক পাশ এবং তার সঙ্গে বিএড কোর্স করে থাকতে হবে।
(গ) পোস্টের নাম:- প্রাইমারি টিচার (PRT)
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো শাখা স্নাতক পাশ এবং তার সঙ্গে বিএড কোর্স করে থাকতে হবে। এছাড়াও এলিমেন্টারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
• বয়স:- উপরের সব কটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৪০ বছরের নিচে হতে হবে (৫ বছরের কম অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে), ৫৭ বছরের নিচে হতে হবে (৫-১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে)।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই একটি বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর দিতে হবে।
• আবেদন করার সময় যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে সেগুলি হল:-
(১) ফটোকপি।
(২) প্রার্থীর স্বাক্ষর।
(৩) বয়সের প্রমাণপত্র।
(৪) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
• আবেদন ফি:- আবেদন ফি ধার্য করা হয়েছে ৩৮৫ টাকা।
• পরীক্ষা কেন্দ্র:- পশ্চিমবঙ্গের কলকাতা সহ আরোও বিভিন্ন শহরে পরীক্ষার সেন্টার রয়েছে।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• সরাসরি আবেদন করুন:– Link