চাকরির পরীক্ষা

পশ্চিমবঙ্গের একটি স্কুলে বিভিন্ন বিষয়ের পার্ট- টাইম শিক্ষক নিয়োগ, সরাসরি আবেদন করুন

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন। তবে এই খবরটি আপনার জন্য। আপনি যদি স্কুল শিক্ষকতার জন্য পড়াশোনা করে থাকেন তবে এই বিজ্ঞপ্তিটি গুরুত্ব সহকারে পড়ুন। বর্তমানে পশ্চিমবঙ্গে SSC বন্ধ থাকার পরও বিভিন্ন সরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে। আজই তেমন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

এই নোটিফিকেশনে পার্ট-টাইম শিক্ষক নিয়োগ করা হবে। বর্তমানে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ২০২২ এর ৩ রা জানুয়ারি পর্যন্ত। আবেদন জমা দেওয়া যাবে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

আবেদন করবার পদ্ধতিঃ- আবেদন করতে হবে অফলাইনে। সরাসরি বিদ্যালয়ের অফিসে গিয়ে আপনি আবেদন পত্র জমা দিয়ে আসতে পারেন। অথবা পাঠাতে পারেন স্পিড পোষ্টের মাধ্যমে।

চাকরির খবরঃ  উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পাট কর্পোরেশনে গ্রুপ-সি কর্মী নিয়োগ

পদের নামঃ- পার্ট-টাইম শিক্ষক
মোট শূন্যপদঃ- ১১ টি
শূন্যপদ বিন্যাসঃ-
বাংলা বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে ২ জন।
যোগ্যতাঃ- এই পদের জন্য প্রার্থীকে এই বিষয়ের ওপর বি.এ (অর্নাস) পাশ/ এম.এ পাশ হতে হবে। তারসঙ্গে বি.এড পাশ আবশ্যক।
ইংরেজি বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে ৩ জন
যোগ্যতাঃ– এই পদের জন্য প্রার্থীকে এই বিষয়ের ওপর বি.এ (অর্নাস) পাশ/ এম.এ পাশ হতে হবে। তারসঙ্গে বি.এড পাশ আবশ্যক।
সংস্কৃত বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে ১ জন
যোগ্যতাঃ- এই পদের জন্য প্রার্থীকে এই বিষয়ের ওপর বি.এ (অর্নাস) পাশ/ এম.এ পাশ হতে হবে। তারসঙ্গে বি.এড পাশ আবশ্যক।
দর্শন বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে ১ জন

চাকরির খবরঃ রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ


যোগ্যতাঃ- এই পদের জন্য প্রার্থীকে এই বিষয়ের ওপর বি.এ (অর্নাস) পাশ/ এম.এ পাশ হতে হবে। তারসঙ্গে বি.এড পাশ আবশ্যক।
রাষ্ট্রবিঞ্জান বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে ১ জন
যোগ্যতাঃ- এই পদের জন্য প্রার্থীকে এই বিষয়ের ওপর বি.এ (অর্নাস) পাশ/ এম.এ পাশ হতে হবে। তারসঙ্গে বি.এড পাশ আবশ্যক।
ইতিহাস বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে ২ জন
যোগ্যতাঃ- এই পদের জন্য প্রার্থীকে এই বিষয়ের ওপর বি.এ (অর্নাস) পাশ/ এম.এ পাশ হতে হবে। তারসঙ্গে বি.এড পাশ আবশ্যক।

চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক


ভূগোল বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে ১ জন
যোগ্যতাঃ- এই পদের জন্য প্রার্থীকে এই বিষয়ের ওপর বি.এ (অর্নাস) পাশ/ এম.এ পাশ হতে হবে। তারসঙ্গে বি.এড পাশ আবশ্যক।
সায়েন্স বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে ৪ জন।
যোগ্যতাঃ- এই পদের জন্য প্রার্থীকে এই বিষয়ের ওপর বি.এসসি পাশ/ এম.এসসি পাশ হতে হবে।

নিয়োগ স্থানঃ- এই বিজ্ঞপ্তির সমস্ত পদে নিয়োগ হবে চব্বিশ পরগনা জেলার কুমিরমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।

চাকরির খবরঃ  রাজ্যের বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ

Recruitment of teacher at school of West Bengal
অফিশিয়াল নোটিফিকেশন

• আরো চাকরির খবর পড়ুন- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button