পশ্চিমবঙ্গে প্রাইমারি ও মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ । Recruitment of teacher at West Bengal
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গে প্রাইমারি ও মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। TET ও SSC পরীক্ষা ছাড়াই করা হবে এই শিক্ষক নিয়োগ। যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- ৩১ শে জানুয়ারি,২০২২
(ক) পোস্টের নাম:- Primary Teachers (প্রাইমারি শিক্ষক- শিক্ষিকা)
• প্রাইমারি ও আপার প্রাইমারি মিলিয়ে প্রাইমারি বিভাগ ও আপার প্রাইমারি বিভাগে যে বিষয়গুলো পড়ানো হয় সেই সমস্ত বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই সমস্ত পদগুলির জন্য প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে এবং তার সঙ্গে D.ED / D.El.Ed পাশ হতে হবে। তার সঙ্গে প্রার্থীর যদি শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
(খ) পোস্টের নাম:- PGT Teachers (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক- শিক্ষিকা)
• উচ্চমাধ্যমিক স্তরে ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, ফিজিক্যাল এডুকেশন, ইতিহাস, ইকোনমিকস, কম্পিউটারে সাইন্স বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই সমস্ত পদগুলির জন্য প্রার্থীকে স্নাতকোত্তর পাশ হতে হবে এবং তার সঙ্গে B.ED/D.ED / D.EL.ED পাশ হতে হবে। তার সঙ্গে প্রার্থীর যদি শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
• প্রার্থীদের ইংরেজিতে কথোপকথনে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে যাবে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইল এর মাধ্যমে। একটি নির্ভুল বায়োডাটা তৈরি করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেইলে পাঠিয়ে দিতে হবে। (WhatsApp number- 8696312472,
Email Id- kkdmschool.72@gmail.com)
• নিয়োগের স্থান:- Kamal Kumari Devi Model School,
Haridas Nagar, Raghunathganj near Nirman Bricks Fields PVT LTD Murshidabad, West Bengal- 742225
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।