সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রেলওয়ে স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ । Recruitment of teachers at railway school
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের রেলওয়ে স্কুলে টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
(ক) পোস্টের নাম:- PGT Teacher
• শূন্যপদের সংখ্যা:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৪ টি (পলিটিক্যাল সাইন্স-১, ইকোনমিক্স-১, ফিলোজফি-১, হিন্দি-১)।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদগুলির জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। তার সাথে B.Ed. পাশ হতে হবে। প্রার্থীকে অবশ্যই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে থাকতে হবে।
(খ) পোস্টের নাম:- TGT Teacher
• শূন্যপদের সংখ্যা:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২২ টি (বায়ো সাইন্স-৩, ফিজিকস ট্রেনিং ইনস্ট্রাক্টর-১, পিওর সাইন্স-৪, হিন্দি-৩, আর্টস-৬, বাংলা-১, সোশ্যাল সাইন্স-২, ইংরেজি-১, মিউজিক-১)।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদগুলির জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।
(গ) পোস্টের নাম:- P.R.T Teacher (Primary Teacher)
• শূন্যপদের সংখ্যা:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১৩ টি (এস এস সি/ পি আরটি ইংলিশ মিডিয়াম-১১, হিন্দি-২)।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদগুলির জন্য প্রার্থীকে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে। তার সঙ্গে D.El.Ed কোর্স করে থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:- এসব পদের জন্য আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না। অফিশিয়াল নোটিফিকেশন এর সঙ্গে থাকা আবেদন পত্র ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে সেটা কে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে ইন্টারভিউয়ের দিন সঠিক সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
• ইন্টারভিউয়ের তারিখ:- ১ লা এপ্রিল, ২০২২
• ইন্টারভিউয়ের স্থান:- Divisional Railway Manager Lumding, Lumding, Assam- 782447
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।