সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । Recruitment of teachers at school of West Bengal through interview
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের স্কুলে টি. জি. টি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। এই নিয়োগটি করা হবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাণীনগর কেন্দ্রীয় বিদ্যালয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
(ক) পোস্টের নাম:- TGT (ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার)
• যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে:- বিজ্ঞান।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীকে কমপক্ষে ৫৫% নম্বর সহ বোটানি/জুওলজি/কেমিস্ট্রি বিষয়ে স্নাতক পাশ হতে হবে। তার সঙ্গে B.Ed কোর্স করে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে CTET পাশ করে থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:- এই পদের জন্য আলাদা করে কোনোরকম আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
• নিয়োগ পদ্ধতি:- ডকুমেন্টস ভেরিফাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
• ইন্টারভিউয়ের তারিখ:- ১৬ ই এপ্রিল, ২০২২; সকাল ৯ টা।
• ইন্টারভিউয়ের স্থান:- KENDRIYA VIDYALAYA, B.S.F. RANINAGAR. P.O.- Patkata, Dist- Jalpaiguri,. West Bengal, PIN- 735133
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।