রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ । Recruitment of teachers at school of West Bengal
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ১০ ই মার্চ, ২০২২।
(ক) পোস্টের নাম:- TGT (Trained Graduate Teacher)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১৩ টি (ইংরেজি-২ , হিন্দি-৪, গণিত-২, বিজ্ঞান-১ , সংস্কৃত-১, কাউন্সিলর-২, কম্পিউটার-১)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অন্তত ৫০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে এবং তার সঙ্গে বি.এড কোর্স করে থাকতে হবে। এছাড়া কাউন্সিলর পদের ক্ষেত্রে সাইকোলজি তে ডিপ্লোমা, তার সঙ্গে কাউন্সিলর/ শিক্ষক হিসেবে অন্ততপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের B.Tech/ B.Sc পাশ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একমাত্র স্নাতকোত্তর কোর্স করা থাকতে হবে।
(খ) পোস্টের নাম:- PRT (Primary Teacher)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১৭ টি ( সমস্ত পদ মিলিয়ে ১৪ টি, মিউজিক- ১, আর্টস অ্যান্ড ক্রাফট- ১, ফিজিক্যাল এডুকেশন- ১)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অন্তত ৫০% নম্বর সহ বি.এড/ ডি.এড কোর্স করে থাকতে হবে। বাকি বিষয়গুলির ক্ষেত্রে CBSE/ AWES অনুমোদিত সংস্থা থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক কোর্স করে থাকতে হবে।
(গ) পোস্টের নাম:- কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং তার সঙ্গে কম্পিউটার সাইন্সে এক বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে এছাড়াও Hardware Peripheral এবং নেটওয়ার্কিং এর কাজে দক্ষতা থাকতে হবে।
(ঘ) পোস্টের নাম:- লাইব্রেরিয়ান।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে লাইব্রেরী সাইন্স এর স্নাতক পাশ এবং তার সঙ্গে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরিয়ান সাইন্সে কম্পিউটার literate এ অন্ততপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। আর্মি পাবলিক স্কুল এর নিজস্ব ওয়েবসাইট www.apskolkata.co.in থেকে প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে সেটিকে যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে মুখ বন্ধ করে রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
• আবেদন ফি:- আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। এই ১০০ টাকার ডিমান্ড ড্রাফ্ট আবেদনপত্রের সঙ্গে যোগ করে পাঠাতে হবে।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- 57/1, Ballygunge Circular Rd, Ballygunj Military Camp, Ballygunge, Kolkata, West Bengal – 700019
• আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।