রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ । Recruitment of workers at Bangla Sohayota Kendra in West Bengal
রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট এর তরফ থেকে রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিযয়োগটি করা হবে কলকাতায়। যেকোনো পশ্চিমবঙ্গবাসী এই শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- ১৫ ই জানুয়ারি, ২০২২
(ক) পোস্টের নাম:- চিফ অপারেটিং অফিসার।
• শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি /এমবিএ ডিগ্রী প্রাপ্ত হতে হবে। এছাড়াও সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) পোস্টের নাম:- চিফ টেকনোলজি অফিসার।
• শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এম.টেক ডিগ্রী প্রাপ্ত হতে হবে। এছাড়াও সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
(গ) পোস্টের নাম:- চিফ ফাইন্যান্স অফিসার।
• শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সি.এ ডিগ্রী প্রাপ্ত হতে হবে। এছাড়াও সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(ঘ) পোস্টের নাম:- সিনিয়র সফটওয়্যার পার্সোনাল।
• শূন্যপদের সংখ্যা:- ২ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমসিএ/এমটেক/ বিটেক ডিগ্রী প্রাপ্ত হতে হবে। এছাড়াও সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(ঙ) পোস্টের নাম:- রেকনসিলেশন পার্সোনাল।
• শূন্যপদের সংখ্যা:- ২ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিকম/বিবিএ ডিগ্রী প্রাপ্ত হতে হবে। এছাড়াও সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(চ) পোস্টের নাম:- হেল্প ডেস্ক পার্সোনাল।
• শূন্যপদের সংখ্যা:- ২ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোন শাখায় স্নাতক ডিগ্রী প্রাপ্ত হতে হবে। এছাড়াও সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অফিশিয়াল ওয়েবসাইট www.bsk.wb.gov.in -এ গিয়ে আবেদন করতে হবে।
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link