সরকারি প্রকল্প

সমাজ সাথী প্রকল্পে আবেদন করুন এবং পেয়ে যান ২ লক্ষ টাকা । Samaj Sathi Prakalpa update 2022

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিরাপত্তার কথা ভেবে একটি দুর্ঘটনা বীমা চালু করা হয়েছে। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বছরে সর্বাধিক ২ লক্ষ টাকার বীমা পরিষেবা পেয়ে যাবে। এই বীমার জন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কোনো কিস্তি দিতে হবে না। এই প্রকল্পটি রূপায়ণ করছে স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের অধীনে থাকা স্বরোজগার নিগম।

• এই দুর্ঘটনা বীমা পরিষেবা থেকে কি কি সুবিধা পাওয়া যাবে?
এই দুর্ঘটনা বীমা পরিষেবা মূলত রাজ্য সরকার স্বীকৃত ১০-২০ জনের স্বনির্ভর গোষ্ঠীর জন্য, যারা স্বল্প সঞ্চয়ের মাধ্যমে ব্যাংক থেকে ঋণের সুবিধা নিতে পারে। এই বীমা প্রকল্পটির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর প্রতিটি সদস্য যে যে সুবিধাগুলি পাবে, সেগুলি হলো-
(১) স্বনির্ভর গোষ্ঠীর প্রতিটি সদস্য বিনামূল্যে ২ লক্ষ টাকার বীমা পেয়ে যাবে।
(২) দুর্ঘটনা জনিত মৃত্যু, আংশিক ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে এই বীমা পাওয়া যাবে।
(৩) দুর্ঘটনা জনিত কারনে হাসপাতালে ভর্তি হলে সর্বাধিক ৬০,০০০ টাকার বিনামূল্য চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।
(৪) দুর্ঘটনা জনিত কারনে ডে কেয়ার বিভাগে চিকিৎসায় সর্বাধিক ৫,০০০ টাকার বিনামূল্য চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।
(৫) হাসপাতালে ভর্তি থাকাকালীন দৈনিক ১০০ টাকা করে (সর্বাধিক ৩০ দিনের) সাহায্য পাওয়া যাবে।
(৬) দুর্ঘটনা জনিত কারনে মৃত্যু হলে শেষকৃত্যের জন্য সর্বাধিক ২,৫০০ টাকার অতিরিক্ত সাহায্য পাওয়া যাবে।

• কোন কোন বিষয়গুলি এই দুর্ঘটনা বীমা পরিষেবার আওতায় পড়বে না?
(১) ইচ্ছাকৃতভাবে নিজেকে আঘাত করলে।
(২) মদ্যপান ও নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা ঘটলে।
(৩) অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে দুর্ঘটনা ঘটলে।
(৪) যুদ্ধ বা পারমাণবিক বিপদ জনিত কারণে দুর্ঘটনা ঘটলে।
(৫) বিমান চালনা, বেলুনে উড়া, পর্বতারোহণের সময়ে দুর্ঘটনা ঘটলে।
(৬) মোটরগাড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুর্ঘটনা ঘটলে।

• এই বীমা পাওয়ার জন্য স্মার্ট কার্ড নথিভুক্তকরণ এর কতদিন পর থেকে বিমান পরিষেবা শুরু হবে?
স্মার্ট কার্ড নথিভুক্তকরণ এর পরবর্তী মাস থেকে বীমা পরিষেবা শুরু হবে।

• এই বীমার জন্য স্মার্ট কার্ড ব্যবহার করবেন কি করে?
স্বনির্ভর গোষ্ঠীর যে কোনো সদস্য দুর্ঘটনার মাধ্যমে আঘাতপ্রাপ্ত হলে তাকে নথিভুক্ত হাসপাতাল গুলোর মধ্যে যেকোনো একটি হাসপাতালে যেতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ স্মার্ট কার্ডটি যাচাই করবে তারপর প্যাকেজ অনুযায়ী চিকিৎসার খরচ বাবদ টাকা কার্ড থেকে কেটে নেবে। চিকিৎসার খরচ কার্ডের প্রাপ্ত টাকার বেশি হলে বাকি টাকা উপভোক্তা কিংবা স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে।

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

পোষ্টটি ভালোলাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আর‌ও তথ্য পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button