টেক নিউজ

Satellite internet: সমস্ত টেলিকম কম্পানিকে টেক্কা দিতে ভারতে চালু হতে চলেছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা

ভারতের সাধারণ নাগরিকদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার থেকে ভারতের প্রত্যন্ত অঞ্চল গুলিতেও মিলবে হাই স্পিড ইন্টারনেট। একদিকে রিলায়েন্স জিওর 5G কার্যকরী করা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে সমস্ত ভারতবাসী। আর এরই মধ্যে জানা গিয়েছে যে, খুব শীঘ্রই ভারতে স্যাটেলাইট পরিষেবা কার্যকরী করা হবে (Satellite internet)।

আগামী দিনে ইলন মাস্কের স্টার লিংক পরিষেবার তরফে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা হবে বলেই জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অধিকাংশ ভারতবাসীই জানেন না কবে থেকে এই পরিষেবা চালু করা হবে, কি কি সুবিধা পাওয়া যাবে এই পরিষেবার কারণে, এই পরিষেবার কারণে কারা উপকৃত হতে চলেছেন ইত্যাদি এই পরিষেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য। আর তাই আজ আমরা আপনাদের জন্য এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।

চলুন তবে জেনে নেওয়া যাক এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সম্পর্কে কি তথ্য জানা গিয়েছে?
বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, খুব শীঘ্রই ভারত সরকারের তরফে ইলন মাস্কের কোম্পানির পক্ষ থেকে কার্যকরী স্যাটেলাইট পরিষেবাকে অনুমতি দেওয়া হবে। সুতরাং, খুব শীঘ্রই ভারতে ইলন মাস্কের সংস্থা স্টার লিংক চালু হতে চলেছে।

নতুন করে ভারত সরকারের কাছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা কার্যকরী করার জন্য অনুমতি চাওয়া হবে ইলন মাস্কের তরফে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, শুধু স্টার লিংক নয় স্টার লিংকের পর এয়ারটেলের সহযোগী সংস্থা ওয়ান ওয়েব এবং ভারতের অন্যতম পরিচিত টেলিকম কোম্পানি জিও এর পক্ষ থেকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা হতে পারে। খুব শীঘ্রই এই সমস্ত সংস্থাগুলির তরফে ভারত সরকারের কাছে অনুমতি চাওয়া হবে বলেই জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান সর্বোচ্চ ৩৬ হাজার টাকা

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ফলে কি কি সুবিধা পাবে ভারতীয় নাগরিকরা?
ইলন মাস্কের সংস্থা স্টার লিংকের তরফ থেকে সমস্ত ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা কার্যকরী করা হলে হাই স্পিড ইন্টারনেট এবং বিনামূল্যে কল করার সুবিধা দেওয়া হবে সমস্ত গ্রাহকদের।

স্টার লিংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, স্টার লিংক বিশ্বের সর্বপ্রথম এবং বৃহত্তম স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা। ভারতে স্টার লিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা কার্যকরী করা হলে ভারতের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা দূর হবে। ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষ হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি কলিং এর সুবিধা তো রয়েছেই। এছাড়াও অনলাইন স্ট্রিমিং, গেমিং এবং ভিডিও কলের ক্ষেত্রেও মিলবে নানা প্রকার সুবিধা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button