ওয়েসিস স্কলারশিপ
SC/ST/OBC এর টাকা কবে ঢুকবে?
স্বাভাবিকভাবেই এই স্কলারশিপ ফর্ম ফিলাব করার মাস দুয়েকের মধ্যেই টাকা ঢুকে যায় সকলেে একাউন্টে। কিন্তু এবছর বেশিরভাগ ফর্ম এখনো পেন্ডিং এ রয়েছে। কবে টাকা ঢুকবে? যা জানা যাচ্ছে এই মুহুর্তে ফান্ড সমস্যা ও ভোটের জন্য সমস্ত স্কলারশিপের টাকা আটকে রয়েছে। যতদূর জানা গিয়েছে ভোটের পর সকলের টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক একাউন্টে এসে যাবে।
বর্তমান বেশিরভাগ ছাত্র-ছাত্রীর ফর্ম ওয়েটিং টু লট নাম্বারে এসে আটকে রয়েছে। সাধারণ ভাবে দেখতে গেলে লট নাম্বার পাবার ১০-১৫ দিনের মাথায় সকলের টাকা ঢুকে যায়। আপনার ফর্মটি ঠিক কোন অবস্থায় আছে সেটি চেক করে নিন।
স্ট্যাটাস চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে oasis.gov.in এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। তারপর Login এর ঠিক পাশে Track an Application এ ক্লিক করুন।
তারপর নিজের জেলা সিলেক্ট করে নিন। এবং ওকেতে ক্লিক করুন।
এরপর এপ্লিকেশন নাম্বার, জেলার নাম, সেসন দিয়ে ক্যাপচার পূরণ করে চেক স্ট্যাটাস এ ক্লিক করলেই আপনার ফর্মটি খুলে যাবে এবং আপনি দেখতে পাবেন আপনার স্কলারশিপটি ঠিক কোন অবস্থায় আছে।
যদি আপনার স্ট্যাটাসে লট নাম্বার দেখিয়ে দেয় তবে আগামী ১৫ দিনের মধ্যে আপনার একাউন্টে টাকা ঢুকবে।
(এখানে যেমন দেখাচ্ছে ওয়েটিং টু লট নাম্বার।)
এরকম আরো তথ্য পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Whatsapp