সরকারি প্রকল্প

Sikshashree Scholarship 2021 – PDF Download

 

Sikshashree%2BScholarship%2B2021

ফিনিক্স বাংলায় আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো শিক্ষাশ্রী স্কলারশিপের ব্যাপারে। কারা কারা এই স্কলারশিপ পাবে। যোগ্যতা কি? কত টাকা করে দেওয়া হবে সমস্ত নীচে আলোচনা করা হলো।


○কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে?

(১) SC/ST অর্থাৎ তপসিলি জাতি এবং তপশিলি উপজাতির ছাত্র-ছাত্রীরাই আবেদন করতে পারবেন।

(২) আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার নীচে হতে হবে।

(৩) পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন।

(৪) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গবাসী হতে হবে। 


স্বামী বিবেকানন্দ স্কলারশিপের খুঁটিনাটি 

#কিভাবে এপ্লাই করতে হয়?

#কত টাকা পাওয়া যায়?

#যোগ্যতা কি লাগে?

#কি কি ডকোমেন্স দরকার হয়?


○ কে কত টাকা পাবে?

পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র- ছাত্রীরা প্রতি বছর ৮০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে।



○আবেদন করবার জন্য প্রয়োজনীয় ডকোমেন্সঃ-

★ previous year mark sheet

★ স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি আইডেন্টি

★ ব্যাঙ্কের বই 

★কাস্ট সার্টিফিকেট

★ ইনকাম সার্টিফিকেট

★ আধার কার্ড

★ অভিভাবকের আধার কার্ড

★ ফটো

★ মোবাইল নাম্বার

★ ইমেল

নবান্ন স্কলারশিপের খুঁটিনাটি 

#কিভাবে এপ্লাই করতে হয়?

#কত টাকা পাওয়া যায়?

#যোগ্যতা কি লাগে?

#কি কি ডকোমেন্স দরকার হয়?


 কিভাবে আবেদন করবেন? 

নীচে থাকা ডাউনলোড ফর্মে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিন। তারপর ফর্মটিকে সঠিকভাবে পূরণ করে নিদিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিন।

 

○ এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে?

এই স্কলারশিপের জন্য আবেদন চলছে। এই আবেদনের লাস্ট ডেট ৫ ই অক্টোবর,২০২১।


ফর্ম ডাউনলোড করুন- Download


ঐক্যশ্রী স্কলারশিপের খুঁটিনাটি 

#কিভাবে এপ্লাই করতে হয়?

#কত টাকা পাওয়া যায়?

#যোগ্যতা কি লাগে?

#কি কি ডকোমেন্স দরকার হয়?


সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।


Download WB Job News Android App


• এরকম আরো খবর পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে- LINK

• এবং যে কোনো ধরনের স্কলারশিপ, চাকরি, ভ্রাতা, সরকারি প্রকল্প, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button