স্কলারশিপ তথ্য

আবেদন করুন সীতারাম জিন্দাল স্কলারশিপ-এ এবং পেয়ে যান বার্ষিক ২৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত । Sitaram Jindal Scholarship 2022-23

ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো, সীতারাম জিন্দাল স্কলারশিপ নিয়ে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা অন্যকোনো স্কলারশিপে আবেদন করলেও এই সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করা যাবে, কারা কারা এই স্কলারশিপ পাবে, কি কি যোগ্যতা থাকতে হবে, আবেদনের লাস্ট ডেট কবে, কিভাবে আবেদন করতে হবে, চলুন জেনে নেওয়া যাক।

• সবার প্রথমে জেনে রাখা ভালো যে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিংবা অন্যকোনো স্কলারশিপে আবেদন করলেও এই সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করা যাবে।

• সীতারাম স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে?
মাধ্যমিক পাশ যেকোনো ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদনযোগ্য।
° ক্লাস 11 ও 12 এ পড়াকালীন প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে ৬৫% ও ছাত্রীদের ক্ষেত্রে ৬০% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
° ITI স্টুডেন্টদের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে ৪৫% ও ছাত্রীদের ক্ষেত্রে ৩৫% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
° আন্ডার-গ্র্যাজুয়েশনে পড়াকালীন প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে ৬০% ও ছাত্রীদের ক্ষেত্রে ৫৫% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
° পোস্ট-গ্র্যাজুয়েশনে পড়াকালীন প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে ৬০% ও ছাত্রীদের ক্ষেত্রে ৫৫% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
° ডিপ্লোমা কোর্স পড়াকালীন প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে ৫৫% ও ছাত্রীদের ক্ষেত্রে ৫০% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
° ইঞ্জিনিয়ারিং পড়াকালীন প্রিভিয়াস ইয়ারে ছাত্রদের ক্ষেত্রে ৬৫% ও ছাত্রীদের ক্ষেত্রে ৬০% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।

• সীতারাম স্কলারশিপে কে কতো টাকা পাবে?
° ক্লাস 11 ও 12 এ পড়াকালীন ছাত্ররা ৫০০ টাকা করে এবং ছাত্রীরা ৭০০ টাকা করে প্রতিমাসে পাবে।
° ITI পড়াকালীন ছাত্ররা ৫০০ টাকা করে এবং ছাত্রীরা ৭০০ টাকা করে প্রতিমাসে পাবে।
° আন্ডার-গ্র্যাজুয়েশনে পড়াকালীন ছাত্ররা ১৪০০ টাকা করে এবং ছাত্রীরা ১১০০ টাকা করে প্রতিমাসে পাবে।
° পোস্ট-গ্র্যাজুয়েশনে পড়াকালীন ছাত্ররা ১৮০০ টাকা করে এবং ছাত্রীরা ১৫০০ টাকা করে প্রতিমাসে পাবে।
° ডিপ্লোমা কোর্স পড়াকালীন ছাত্ররা ১২০০ টাকা করে এবং ছাত্রীরা ১০০০ টাকা করে প্রতিমাসে পাবে।
° ইঞ্জিনিয়ারিং পড়াকালীন ছাত্ররা ২৩০০ টাকা করে এবং ছাত্রীরা ২০০০ টাকা করে প্রতিমাসে পাবে।

সীতারাম স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে?
এই স্কলারশিপে আবেদনের কোনো নির্দিষ্ট লাস্ট ডেট নেই। বছরের যেকোনো সময়ে এই স্কলারশিপে আবেদন করা যাবে।

সীতারাম স্কলারশিপে কীভাবে আবেদন করতে হবে?
এই স্কলারশিপে আবেদন করতে প্রথমে স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট www.sitaramjindalfoundation.org – এ যেতে হবে। তারপর Download Application অপশনে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। তারপর প্রিন্ট আউট করা আবেদনপত্রটি হাতে-কলমে সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র শিক্ষাপ্রতিষ্ঠানের হেডের কাছ থেকে অ্যাটেস্টেড করে সংযুক্ত করতে হবে। একটি পাসপোর্ট সাইজের ফটোকপি সেল্ফ অ্যাটেস্টেড ও শিক্ষা প্রতিষ্ঠানের হেডকে দিয়ে অ্যাটেস্টেড করে আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে। এরপর আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট করে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

• আবেদনপত্রের সঙ্গে কি কি নথিপত্র সংযুক্ত করতে হবে?
(১) প্রিভিয়াস ইয়ারের মার্কশিট,
(২) বার্থ সার্টিফিকেট,
(৩) ইনকাম সার্টিফিকেট,
(৪) নতুন কোর্সে ভর্তির রশিদ,
(৫) হোস্টেলে থাকলে তার প্রমাণপত্র।

• আবেদনপত্রটি কোন ঠিকানায় স্পিড পোস্ট করতে হবে?
The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073

• আবেদন পত্র:- Link

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

এরকমই আরও সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button