সরকারি প্রকল্প

শুরু হলো রেশন দোকানে ডিলারশিপ নেওয়ার আবেদন, জেনে নিন আবেদন পদ্ধতি । Starting of application for new dealership of Ration shop

আপনি কি রেশন দোকানে ডিলারশিপ নিতে চান? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে শুরু হলো নতুন রেশন ডিলারের জন্য আবেদন। কিভাবে আবেদন করতে হবে, কোন কোন জায়গায় নতুন রেশন দোকান খোলা হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• রেশন দোকানে নতুন ডিলারশিপ নেওয়ার জন্যে আবেদন করবেন কিভাবে?
(১) প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (পেজটি ডেক্সটপ ভার্সান করে নেবেন)
(২) তারপর PDS Licensing অপশনে ক্লিক করতে হবে।
(৩) এরপর নীচে থাকা Apply For New Fair Price Shop অপশনে ক্লিক করতে হবে।
(৪) এরপর পরের পেজে মোবাইল নম্বর বসিয়ে লগইন করতে হবে।
(৫) এরপর নতুন রেশন দোকান খোলার জন্যে আবেদন ফর্ম সামনে আসবে।
(৬) তারপর নিজ নিজ জেলা ও ব্লকের/মিউনিসিপ্যালিটির নামের পাশে Apply Now অপশনে ক্লিক করে নাম, ঠিকানা, অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে।

• অফিসিয়াল ওয়েবসাই:- Link

এরকম আরও খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button