চাকরির পরীক্ষা

শুরু হলো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ANM ও GNM নার্সিং পরীক্ষার ফর্ম ফিলাপ

পশ্চিমবঙ্গে ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। রাজ্যজুড়ে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় শুরু হয়ে গিয়েছে ANM ও GNM নার্সিং পরীক্ষার ফর্ম ফিলাপ। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড(WB Joint Entrance Examination Board) এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।


• আবেদন শেষের তারিখ:-
২৮ শে জানুয়ারি,২০২২

(ক) WB ANM (Auxiliary Nurse Midwife) Exam:-
• এই কোর্সের সময়সীমা ২ বছর।
• কেবলমাত্র মেয়েরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে।
• বয়স সীমা:- আবেদনকারীর বয়স হতে হবে ১৭-৩৫ এর মধ্যে। বয়স হিসাব করতে হবে ৩১ শে ডিসেম্বর,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
• আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা অথবা নেপালি ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।

(খ) WB GNM ( General Nursing and Midwife) Exam:-
• এই কোর্সের সময়সীমা ৩ বছর।
• এই কোর্সের জন্য ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে।
• বয়স সীমা:- আবেদনকারীর বয়স হতে হবে ১৭-৩৫ এর মধ্যে। বয়স হিসাব করতে হবে ৩১ শে ডিসেম্বর,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে অন্তত ৪০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ইংরেজিতে অন্তত ৪০% নম্বর পেয়ে থাকতে হবে।
অথবা, হেলথকেয়ার সাইন্স বিষয়ে ভোকেশনাল স্ট্রিমে অন্তত ৪০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ এবং ইংরেজিতে অন্তত ৪০% নম্বর পেয়ে থাকতে হবে।
• আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা অথবা নেপালি ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। WB Joint Entrance Examination Board – এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীদের একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিতে হবে।

• আবেদন ফি:- জেনারেল/EWS প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৪০০ টাকা। SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে ৩০০ টাকা ।

• নিয়োগ পদ্ধতি:- একটি ১১৫ নম্বরের পরীক্ষা হবে। মোট প্রশ্ন থাকবে ১০০ টি। যেসব বিষয় গুলি থাকবে সেগুলো হলো- জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং। পরীক্ষার সময় সীমা ১ ঘন্টা ৩০ মিনিট। পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই থাকবে।

• পরীক্ষার তারিখ:- পরীক্ষার সম্ভাব্য তারিখ ধার্য করা হয়েছে ১১ ই জুন,২০২২ ও ১২ ই জুন,২০২২

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• সরাসরি আবেদন করুন:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button